AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi Met Omar Abdullah: মুখোমুখি মোদী-ওমর! পহেলগাঁও নিয়ে ৩০ মিনিট চলল রুদ্ধদ্বার বৈঠক

PM Modi Met Omar Abdullah: গত মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরনের ঘটা হামলার পর থেকেই তৎপর হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে দফায় দফায় দেশের একাধিক সেনাকর্তা-সহ মন্ত্রিসভার অন্য সদস্যদের সঙ্গে বৈঠক করেন তিনি।

PM Modi Met Omar Abdullah: মুখোমুখি মোদী-ওমর! পহেলগাঁও নিয়ে ৩০ মিনিট চলল রুদ্ধদ্বার বৈঠক
বাঁদিকে নরেন্দ্র মোদী, ডান দিকে ওমর আবদুল্লাহImage Credit: PTI
| Edited By: | Updated on: May 03, 2025 | 6:07 PM
Share

নয়াদিল্লি: শনির সন্ধ্যায় বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। এদিন নয়াদিল্লিতে প্রায় ৩০ মিনিট রুদ্ধদ্বার বৈঠক করেন দুই নেতা। গোটা চর্চার কেন্দ্র ছিল পহেলগাঁও হামলা। কিন্তু বৈঠকে ঠিক কী আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। সূত্রের খবর, পহেলগাঁও হামলার পর মোদীকে ‘অ্যাকশনে’ পূর্ণ সমর্থন দিয়েছেন উপত্যকার মুখ্যমন্ত্রী।

গত মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরনের ঘটা হামলার পর থেকেই তৎপর হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে দফায় দফায় দেশের একাধিক সেনাকর্তা-সহ মন্ত্রিসভার অন্য সদস্যদের সঙ্গে বৈঠক করেন তিনি। কাশ্মীরের সন্ত্রাস হামলার যে জবাব দেবে ভারত, সেই নিয়েও আগেই স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। এবার কি সেই ছক মেপে নিতেই কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে নিলেন তিনি? প্রশ্ন একাংশের।

উল্লেখ্য, সন্ত্রাসের পরিণাম কী হতে পারে, ইতিমধ্যেই পাকিস্তানকে বিনা বন্দুকে সেই জবাব দিতে শুরু করে দিয়েছে ভারত। স্থগিত হয়েছে পাকিস্তানের জন্য ভারতের আকাশসীমা, তালা ঝুলেছে সীমান্তে। স্থগিত হয়েছে জলবন্টন চুক্তি। এবার সেই সবের মাঝে বাণিজ্যেও পাক সরকারকে জবাব দিয়ে দিয়েছে নয়াদিল্লি।

শনিবার বাণিজ্য মন্ত্রক একটি নির্দেশিকা প্রকাশ করে জানিয়েছে, বিদেশি বাণিজ্য নীতিতে একটি নতুন ধারা সংযোজন করা হয়েছে, যেখানে পাকিস্তান থেকে প্রত্যক্ষ ও পরোক্ষ আমদানি অবিলম্বে অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে যে সব পণ্য ট্রানজিটে রয়েছে, তার উপরও এই নির্দেশ লাগু হয়েছে।