AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Narendra Modi: কখনও জড়িয়ে ধরলেন, কখনও কাঁধে হাত রাখলেন, জেলেনস্কিকে ‘বন্ধুত্বের’ বার্তা মোদীর

Narendra Modi: ২ দিন আগে দিল্লি থেকে পোল্যান্ড রওনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৪৫ বছর পর ভারতের কোনও প্রধানমন্ত্রী ইউরোপের এই দেশে যান। ২ দিনের সেই সফর শেষে শুক্রবার ইউক্রেনে পৌঁছন মোদী। ১০ ঘণ্টার রেলযাত্রা করে ইউক্রেনের রাজধানীতে পৌঁছন।

Narendra Modi: কখনও জড়িয়ে ধরলেন, কখনও কাঁধে হাত রাখলেন, জেলেনস্কিকে 'বন্ধুত্বের' বার্তা মোদীর
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
| Updated on: Aug 24, 2024 | 3:22 PM
Share

কিয়েভ: কখনও জড়িয়ে ধরলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। কখনও তাঁর কাঁধে হাত রাখলেন। ‘বন্ধুত্বের’ বার্তা দিলেন। রাশিয়ার হামলায় নিহত ইউক্রেনের শিশুদের স্মৃতিসৌধ পরিদর্শন করলেন। ১৯৯২ সালে ইউক্রেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠার পর ভারতের কোনও প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী পা রাখলেন কিয়েভে। আর ইউক্রেনে পৌঁছেই একাধিক কর্মসূচিতে দেখা গেল তাঁকে। এদিন কিয়েভে দুই দেশের রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে একাধিক চুক্তিও স্বাক্ষরিত হল।

২ দিন আগে দিল্লি থেকে পোল্যান্ড রওনা দিয়েছিলেন মোদী। ৪৫ বছর পর ভারতের কোনও প্রধানমন্ত্রী ইউরোপের এই দেশে যান। ২ দিনের সেই সফর শেষে শুক্রবার ইউক্রেনে পৌঁছন মোদী। ১০ ঘণ্টার রেলযাত্রা করে ইউক্রেনের রাজধানীতে পৌঁছন। কিয়েভে পা রেখে গান্ধীমূর্তিতে শ্রদ্ধার্ঘ্য জানান মোদী। কিয়েভে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রবাসী ভারতীয়রা।

২০২২ সাল থেকে রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের অনেক শিশুর মৃত্যু হয়েছে। ইউক্রেনের ন্যাশনাল মিউজিয়ামে সেইসব নিহত শিশুদের স্মরণ করে স্মৃতিসৌধ তৈরি করেছে জেলেনস্কি সরকার। প্রধানমন্ত্রী মোদী এদিন ওই স্মৃতিসৌধে যান। সেইসময় কখনও জেলেনস্কিকে জড়িয়ে ধরতে, কখনও তাঁর কাঁধে হাত রাখতে দেখা যায় মোদীকে।

এদিন ইউক্রেনে পৌঁছে শান্তির বার্তা দেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, “প্রথম দিন থেকেই আমরা নিরপেক্ষ নই। আমরা একটা পক্ষ নিয়েছি। আমরা শান্তির পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়েছি।” প্রধানমন্ত্রী মোদী বলেন, “বন্ধু হিসেবে আমরা আশা করি, এই অঞ্চলে দ্রুত শান্তি ও স্থিরতা ফিরবে।” শনিবার ইউক্রেনের জাতীয় দিবস। ইউক্রেনবাসীকে অভিনন্দন জানিয়ে মোদী বলেন, “আজ ভারত-ইউক্রেনের সম্পর্কের ঐতিহাসিক দিন। আগামিকাল কাল আপনাদের জাতীয় দিবস। এবং ১৪০ কোটি ভারতবাসীর তরফে আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাই।”

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)