AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: ‘মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালান’, ইয়েদুরাপ্পার ৮০ তম জন্মদিন পালনে অভিনব উদ্যোগ প্রধানমন্ত্রীর

পদ্মফুলের মতো দেখতে শিবামোগা বিমানবন্দরটির টার্মিনালে একসঙ্গে ৩০০ যাত্রীর ধারণক্ষমতা রয়েছে।

PM Narendra Modi: 'মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালান', ইয়েদুরাপ্পার ৮০ তম জন্মদিন পালনে অভিনব উদ্যোগ প্রধানমন্ত্রীর
শিবামোগা বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি.এস ইয়েদুরাপ্পা।
| Edited By: | Updated on: Feb 27, 2023 | 3:26 PM
Share

শিবামোগা: শিবামোগা বিমানবন্দরটি কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি.এস ইয়েদুরাপ্পার (B.S Yediyurappa) ‘ড্রিম প্রোজেক্ট’। তাই ২৭ নভেম্বর, সোমবার ইয়েদুরাপ্পার জন্মদিনেই শিবামোগা বিমানবন্দর (Shivamogga Airport) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। শুধু তাই নয়, বিমানবন্দর উদ্বোধনের পর জনসভা থেকেই ইয়েদুরাপ্পাকে জন্মদিনের অভিনন্দন জানান এবং সেখানে উপস্থিত সকলকে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ৮০ তম জন্মদিন উদযাপন করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ইয়েদুরাপ্পার জীবন-কাহিনী সকলের কাছে ‘অনুপ্রেরণাদায়ক’ বলেও জানান নমো।

এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার সঙ্গেই শিবামোগা বিমানবন্দর ঘুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিমানবন্দরটি ‘ডবল ইঞ্জিন’ সরকারের কাজের নজির বলেও জানান তিনি। ৪৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত শিবামোগা বিমানবন্দরটির ফলে কর্নাটকের যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হল বলে দাবি প্রধানমন্ত্রীর। বিমানবন্দর উদ্বোধনের পর শিবামোগায় জনসভা থেকে তিনি বলেন, “শিবামোগার যোগাযোগ ব্যবস্থার বিশেষ উন্নতি ঘটাবে এই বিমানবন্দরটি। ডবল ইঞ্জিন সরকার কর্নাটকের গ্রাম থেকে শহরের উন্নয়ন ঘটানোর প্রতিশ্রুতি নিয়েছে।” শিবামোগা বিমানবন্দর কর্নাটকের ঐতিহ্যের অন্যতম নিদর্শন হয়ে উঠেছে জানিয়ে নরেন্দ্র মোদী বলেন, “শিবমোগা বিমানবন্দরটি দুর্দান্ত এবং সুন্দর। এই বিমানবন্দরে কর্ণাটকের ঐতিহ্য ও প্রযুক্তির সমন্বয় দেখতে পাওয়া যায়। এটি শুধু একটি বিমানবন্দর নয়। এটি এই এলাকার যুবকদের স্বপ্নের একটি নতুন যাত্রার সূচনা।”

Shivamogga airport

শিবামোগা বিমানবন্দর।

পদ্মফুলের মতো দেখতে শিবামোগা বিমানবন্দরটির টার্মিনালে একসঙ্গে ৩০০ যাত্রীর ধারণক্ষমতা রয়েছে। এছাড়া দমকলের ব্যবস্থাপনা, ট্যাক্সিওয়ে সহ অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে এই বিমানবন্দরে।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমানবন্দর উদ্বোধনের পাশাপাশি শিবামোগায় দুটি রেলপথের শিলান্যাস করেন। শিবামোগা-রানেবেন্নুর নতুন রেললাইন এবং কোতেগানগুরু রেলওয়ে কোচিং ডিপোর শিলান্যাস করেন তিনি। রেললাইন দুটি মালান্দ অঞ্চলের সঙ্গে বেঙ্গালুরু-মুম্বই মেইন লাইনের সঙ্গে যুক্ত হবে। এর জন্য মোট বরাদ্দ ধরা হয়েছে ৯৯০ কোটি টাকা। এছাড়া এদিন কয়েকটি সড়কপথ এবং সেতুরও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী।