AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mann Ki Baat: ২০২৫ সালের মধ্যে ‘টিবি মুক্ত ভারত’ গড়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

PM Narendra Modi: জুন মাসে ‘মন কি বাত’ হল এক সপ্তাহ আগে। ১৮ জুন মন কি বাতে বক্তব্য রাখতে গিয়ে তাঁর কারণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সামনের সপ্তাহে আমেরিকা সফরে যাবেন মোদী। সে জন্যেই এক সপ্তাহ আগে হল জুন মাসের ‘মন কি বাত’।

Mann Ki Baat: ২০২৫ সালের মধ্যে 'টিবি মুক্ত ভারত' গড়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান।
| Edited By: | Updated on: Jun 18, 2023 | 12:13 PM
Share

নয়াদিল্লি: প্রতি মাসের শেষ রবিবার দেশের জনগণের উদ্দেশে নিজের মনের কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘মন কি বাত’ নামের এই রেডিও অনুষ্ঠানের ১০০ পর্ব ইতিমধ্যেই পেরিয়েছে। যদিও জুন মাসে ‘মন কি বাত’ হল এক সপ্তাহ আগে। ১৮ জুন মন কি বাতে বক্তব্য রাখতে গিয়ে তাঁর কারণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সামনের সপ্তাহে আমেরিকা সফরে যাবেন মোদী। সে জন্যেই এক সপ্তাহ আগে হল জুন মাসের ‘মন কি বাত’।

  1. জুন মাসের মন কি বাত অনুষ্ঠানে রাজনৈতিক প্রসঙ্গও উঠে আসে মোদীর বক্তব্যে। জরুরি অবস্থার প্রসঙ্গে মোদী বলেছেন, “ভারত গণতন্ত্রের মাতৃভূমি। আমরা কিছুতেই ২৫ জুনের কথা ভুলব না। ওই দিন জরুরি অবস্থা জারি হয়েছিল। ভারতের ইতিহাসে তা এক কালো অধ্যায়। লক্ষ লক্ষ মানুষ এই জরুরি অবস্থার প্রতিবাদ করেছিল। গণতন্ত্রের সমর্থকদের উপর যে অত্যাচার হয়েছিল তা এখন মনকে কাঁদিয়ে তোলে। আজ আমরা আজাদি কা অমৃত মহোৎসব উদযাপন করছি। নবীন প্রজন্মকে গণতন্ত্রের মাহাত্ম্য বোঝাচ্ছে এই সময়কাল।”
  2. ভারতদের বিপর্যয় মোকাবিলাকারী দলের প্রশংসাও শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে। অতীতের বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় এবং সাম্প্রতিক সাইক্লোন বিপর্যয়ের থেকে সাধারণ মানুষকে যে ভাবে পরিষেবা দিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, তার প্রশংসা শোনা গিয়েছে মোদীর গলায়। এ ব্যাপারে যে ভারত আগের থেকে অনেক বেশি প্রস্তুত সে কথাও জানিয়েছেন তিনি।
  3. এই মাসে ক্রীড়াজগতেও ভারতের উল্লেখযোগ্য অবদানের কথা উল্লেখ করেন মোদী। ভারতের পুরুষ ও মহিলা দলের জুনিয়র এশিয়া কাপ জয়ের উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
  4. আন্তর্জাতিক যোগ দিবসের প্রসঙ্গে মোদী বলেছেন, “এ বছর আন্তর্জাতিক যোগ দিবসের থিম হল ‘যোগা ফর বসুধাইবা কুটুমবকম’। এটি যোগের উদ্দীপনা প্রকাশ করে এবং আমাদের একত্রিত করে।” আন্তর্জাতিক যোগ দিবসে রাষ্ট্রপুঞ্জের সদর সফতরে যোগ অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন বলেও জানিয়েছেন মোদী।
  5. মন কি বাতের ১০২ তম পর্বে উঠে এসেছিল ছত্রপতি শিবাজির প্রসঙ্গ। ম্যানেজমেন্ট প্রসঙ্গে ছত্রপতি শিবাজির কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে মোদী বলেছেন, “যখন ম্যানেজমেন্টের প্রসঙ্গ ওঠে তখন আমাদের ছত্রপতি শিবাজির দিকে ফিরে তাকানো উচিত। সাহসিকতার পাশাপাশি তাঁর রাজ্য পরিচালনা থেকে অনেক কিছু শেখার রয়েছে। তাঁর ম্যানেজমেন্ট বিশেষ করে ওয়াটার ম্যানেজমেন্ট এবং নৌবাহিনী ভারতের গর্বের বিষয়।”
  6. ১৮ জুন প্রধানমন্ত্রীর মন কি বাতে উঠে এসেছিল টিবি রোগের প্রসঙ্গে। তিনি জানান, ২০২৫ সালের মধ্যে টিবি-র থেকে দেশকে পুরোপুরি মুক্ত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। দেশের তরুণরা টিবি মুক্ত ভারত গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে বলে জানা গিয়েছে।
  7. বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা অসমের ডিব্রুগড়ে বসে শুনলেন ‘মন কি বাত’।
  8. কলকাতায় বসে প্রধানমন্ত্রীর মনের কথা শুনলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বঙ্গ বিজেপির অন্য নেতারাও উপস্থিত ছিলেন সেখানে।
  9. কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর মন কি বাত শুনেছেন মহারাষ্ট্রের পালঘরে।
  10. জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় বসে মন কি বাত শুনলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী ও জিতেন্দ্র সিং।