AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: ফের দায়িত্ব নিয়েই মনমোহনকে ফোন মোদীর, আশীর্বাদ চাইলেন প্রতিভা পাটিল-দেবেগৌড়ারও

PM Narendra Modi: তাঁর নেতৃত্বে কেন্দ্রে ফের সরকার গঠন করেছে এনডিএ। সোমবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন নরেন্দ্র মোদী। তৃতীয় দফায় পথ চলার শুরুতে দুই প্রাক্তন প্রধানমন্ত্রী এবং এক প্রাক্তন রাষ্ট্রপতির আশীর্বাদ চাইলেন।

PM Narendra Modi: ফের দায়িত্ব নিয়েই মনমোহনকে ফোন মোদীর, আশীর্বাদ চাইলেন প্রতিভা পাটিল-দেবেগৌড়ারও
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit: PTI
| Updated on: Jun 10, 2024 | 11:03 PM
Share

নয়াদিল্লি: তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে রবিবার শপথ নিয়েছেন তিনি। সোমবার সকালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। আর দায়িত্ব গ্রহণের পরই প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল এবং দুই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং এইচ ডি দেবেগৌড়াকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয় দফায় পথ চলার শুরুতে তাঁদের ফোন করে আশীর্বাদ চান মোদী।

১৯৯৬ সালের ১ জুন থেকে ১৯৯৭ সালের ২১ এপ্রিল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন দেবেগৌড়া। তাঁর পুত্র এইচ ডি কুমারস্বামী রবিবার কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। দেবেগৌড়ার দল জনতা দল(সেক্যুলার) বর্তমানে এনডিএ-র জোটসঙ্গী। অন্যদিকে, ২০১৪ সালে মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে ১০ বছর প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। ২০০৪ সালের ২২ মে থেকে ২০১৪ সালের ২৬ মে পর্যন্ত তাঁর নেতৃত্বে কেন্দ্রে ইউপিএ ক্ষমতায় ছিল। আর ইউপিএ সরকারের আমলেই ২০০৭ সালের ২৫ জুলাই থেকে ২০১২ সালের ২৫ জুলাই পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাটিল। এদিন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই এই তিনজনকে ফোন করেন মোদী। তাঁদের কাছে আশীর্বাদ চান।

২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। ২০১৯ সালে তাঁর নেতৃত্বে ফের সরকার গড়ে এনডিএ। দুইবারই একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বিজেপি। চব্বিশের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা তারা পায়নি। ২৪০টি আসন পেয়েছে পদ্মশিবির। এনডিএ-র শরিকদের নিয়ে সরকার গড়েছে তারা। রবিবার মোদী এবং আরও ৭১ জন মন্ত্রী পদে শপথ নিয়েছেন। সোমবার দায়িত্ব গ্রহণের পর প্রথমে কৃষকদের কল্যাণমূলক প্রকল্প ফাইলে সই করেন মোদী।