মহারাষ্ট্র: চার দফার ভোট ইতিমধ্যেই হয়ে গিয়েছে। বাকি আরও তিন দফা। ভোটের প্রচারে গোটা দেশজুড়ে ঘুরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিনভর হাজার ব্যস্ততা। এর মধ্যেই বুধবার মহারাষ্ট্রে লোকসভা ভোটের প্রচার পর্বের ফাঁকে টিভি নাইনকে একান্ত সাক্ষাৎকার প্রধানমন্ত্রী মোদীর। এবারের লোকসভা ভোটে আরও বড় ব্যবধানে জয়ের ব্যাপারে আত্মপ্রত্যয়ী সুর মোদীর গলায়। তিনি বলেন, “চার দফার ভোট হয়ে গিয়েছে। প্রথম তিন দফাতেই বিরোধীরা ধরাশায়ী হয়ে গিয়েছে। চতুর্থ দফার ভোটের পর আমার দৃঢ় বিশ্বাস, দেশবাসী বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটকে ৪০০-র বেশি আসনে জেতাবে। বিজেপি নিজের অতীতের সব রেকর্ড ভেঙে দেবে। এনডিএ জোটও ভারতের রাজনীতির সব রেকর্ড ভেঙে দেবে।”
কেন্দ্রে মোদী জমানার এক দশক পূর্ণ হচ্ছে। ২০১৪ সালে যে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি ক্ষমতায় এসেছিল, ২০১৯ সালে সেই রেকর্ড ভেঙে আরও বড় ব্যবধানে জিতেছে বিজেপি। আর এবার টার্গেট, আরও বড় বেশি আসনে জিতে, আরও বড় ব্যবধানে জয়। এবারের ভোটে বিজেপির পুঁজি গত এক দশকে দেশ তথা গোটা বিশ্বে মোদী ম্যাজিক। কংগ্রেস জমানায় কী ছিল, আর মোদী জমানায় কী আমূল পরিবর্তন এসেছে, সেটাই আমজনতাকে মনে করিয়ে দিচ্ছেন বিজেপির নেতারা।
এবারের ভোটে শুরু থেকেই ৪০০-র বেশি আসনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি শিবির। বিরোধীদের কেউ কেউ তা নিয়ে খোঁচা দিতেও ছাড়ছে না। বিরোধী শিবির বলছে, এটা নাকি বিজেপির অতিরিক্ত আত্মবিশ্বাস। আজ একান্ত সাক্ষাৎকারে সে নিয়েও প্রশ্ন করা হয়েছিল প্রধানমন্ত্রী মোদীকে। প্রচার পর্বের ব্যস্ততার মাঝেই টিভি নাইনকে নমো বলেন, ‘এটা আত্মবিশ্বাস হোক বা ওভার কনফিডেন্স হোক… যেটাই হোক, এটা মোদীর বিষয় নয়। এটা দেশবাসী বলছে। আর দেশবাসী হলেন ভগবানের রূপ। তাঁদের কথায় শক্তি থাকে। তাঁদের রক্তে গণতন্ত্র থাকে।’
মহারাষ্ট্র: চার দফার ভোট ইতিমধ্যেই হয়ে গিয়েছে। বাকি আরও তিন দফা। ভোটের প্রচারে গোটা দেশজুড়ে ঘুরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিনভর হাজার ব্যস্ততা। এর মধ্যেই বুধবার মহারাষ্ট্রে লোকসভা ভোটের প্রচার পর্বের ফাঁকে টিভি নাইনকে একান্ত সাক্ষাৎকার প্রধানমন্ত্রী মোদীর। এবারের লোকসভা ভোটে আরও বড় ব্যবধানে জয়ের ব্যাপারে আত্মপ্রত্যয়ী সুর মোদীর গলায়। তিনি বলেন, “চার দফার ভোট হয়ে গিয়েছে। প্রথম তিন দফাতেই বিরোধীরা ধরাশায়ী হয়ে গিয়েছে। চতুর্থ দফার ভোটের পর আমার দৃঢ় বিশ্বাস, দেশবাসী বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটকে ৪০০-র বেশি আসনে জেতাবে। বিজেপি নিজের অতীতের সব রেকর্ড ভেঙে দেবে। এনডিএ জোটও ভারতের রাজনীতির সব রেকর্ড ভেঙে দেবে।”
কেন্দ্রে মোদী জমানার এক দশক পূর্ণ হচ্ছে। ২০১৪ সালে যে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি ক্ষমতায় এসেছিল, ২০১৯ সালে সেই রেকর্ড ভেঙে আরও বড় ব্যবধানে জিতেছে বিজেপি। আর এবার টার্গেট, আরও বড় বেশি আসনে জিতে, আরও বড় ব্যবধানে জয়। এবারের ভোটে বিজেপির পুঁজি গত এক দশকে দেশ তথা গোটা বিশ্বে মোদী ম্যাজিক। কংগ্রেস জমানায় কী ছিল, আর মোদী জমানায় কী আমূল পরিবর্তন এসেছে, সেটাই আমজনতাকে মনে করিয়ে দিচ্ছেন বিজেপির নেতারা।
এবারের ভোটে শুরু থেকেই ৪০০-র বেশি আসনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি শিবির। বিরোধীদের কেউ কেউ তা নিয়ে খোঁচা দিতেও ছাড়ছে না। বিরোধী শিবির বলছে, এটা নাকি বিজেপির অতিরিক্ত আত্মবিশ্বাস। আজ একান্ত সাক্ষাৎকারে সে নিয়েও প্রশ্ন করা হয়েছিল প্রধানমন্ত্রী মোদীকে। প্রচার পর্বের ব্যস্ততার মাঝেই টিভি নাইনকে নমো বলেন, ‘এটা আত্মবিশ্বাস হোক বা ওভার কনফিডেন্স হোক… যেটাই হোক, এটা মোদীর বিষয় নয়। এটা দেশবাসী বলছে। আর দেশবাসী হলেন ভগবানের রূপ। তাঁদের কথায় শক্তি থাকে। তাঁদের রক্তে গণতন্ত্র থাকে।’