PM Modi : ‘ভোটমুখী’ হিমাচলে চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করলেন মোদী
PM Modi : হিমাচল প্রদেশের উনায় বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনের আগেই রাজ্য পেল প্রথম এই সেমি-হাই-স্পিড ট্রেন।
সিমলা: চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। হিমাচল প্রদেশের উনা জেলায় বৃহস্পতিবার থেকে মোদীর হাতে রাজ্য যাত্রা শুরু হল বন্দে ভারত এক্সপ্রেসের। হিমাচল প্রদেশের জন্য এই প্রথম সেমি-হাই-স্পিড ট্রেনটি দিল্লি ও আম্ব আনদৌরার মাঝে চলাচল করবে। পিআইবি-র তরফে টুইটারে মোদীর এই ট্রেনের উদ্বোধনের একটি ভিডিয়ো পোস্টও করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিণী বৈষ্ণব, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরও।
এদিকে এ বছরের শেষের দিকেই বিধানসভা নির্বাচন হিমাচল প্রদেশে। তার আগে এই রাজ্য পেল প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। এই রেল পরিষেবা বুধবার ছাড়া সপ্তাহের বাকিদিন উপলব্ধ থাকবে বলে জানা গিয়েছে। এই পরিষেবার ফলে দিল্লি ও চণ্ডীগঢ়ের মধ্যে যাতায়াতের সময় কমে তিন ঘণ্টা হয়ে যাবে বলে জানা গিয়েছে। হিমাচল প্রদেশের রাজধানী থেকে মোট ৫ ঘণ্টাতেই পৌঁছনো যাবে চণ্ডীগঢ়ে। রেলওয়ে মন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছিল, ‘৫২ সেকেন্ডেই এই ট্রেন প্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিবেগ তুলতে পারে। এই ট্রেন পরিষেবার ফলে এই অঞ্চলে পর্যটনকে আরও উৎসাহিত করবে।’ এই বন্দে ভারত এক্সপ্রেসের সূচনার ফলে হিমাচল প্রদেশ, পঞ্জাব ও হরিয়ানার বিভিন্ন ধর্মীয় স্থানে তীর্থ যাত্রীদের ভ্রমণে অনেকটাই সুবিধা হবে।
PM @narendramodi flags off the inaugural run of the new #VandeBharatExpress. Running from Amb Andaura to New Delhi, it will be the fourth Vande Bharat train to be introduced in the country @RailMinIndia pic.twitter.com/Ve5jHtEE8s
— PIB India (@PIB_India) October 13, 2022
#WATCH | People raise ‘Modi-Modi, Sher Aaya” slogans as they welcomed PM Modi in Himachal Pradesh’s Una.
Today in Una, PM Modi flagged off the Vande Bharat Express train, dedicated IIIT Una to the nation and laid the foundation stone of Bulk Drug Park. pic.twitter.com/9R8u0wAOEg
— ANI (@ANI) October 13, 2022
বন্দে ভারত এক্সপ্রেসের সূচনার আগে এদিন উনার পেখুবেলা হেলিপ্যাডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানান হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। তিনি উনাতে পৌঁছতেই সেখানে উপস্থিত জনতা মোদীর নামে স্লোগান তোলেন। সংবাদ সংস্থা এএনআই-র পোস্ট করা একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, রেল স্টেশনে এগিয়ে যাচ্ছেন মোদী। আর উচ্ছ্বসিত জনতা স্লোগান তুলছে, ‘মোদী-মোদী, শের আয়া’। অন্যদিকে, বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী মোদী আইআইটি উনাকে ‘জাতিকে’ উৎসর্গ করেছেন।