AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi Birthday: ৪ কোটি মহিলা পাবেন বিনামূল্যে চিকিৎসা, ৭৫তম জন্মদিনে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

PM Modi: অপারেশন সিঁদুরের সাফল্যের কথাও আরেকবার শোনান প্রধানমন্ত্রী মোদী।তিনি বলেন, "এটা আজকের নতুন ভারত। এই ভারত কাউকে ভয় পায় না। নতুন ভারত পরমাণু হামলার হুমকিতে ভয় পায় না। ভারতীয় সেনাবাহিনী ঘরে ঢুকে শত্রুদের নিকেশ করে আসতে পারে।"

PM Narendra Modi Birthday: ৪ কোটি মহিলা পাবেন বিনামূল্যে চিকিৎসা, ৭৫তম জন্মদিনে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
জন্মদিনে বিশেষ ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর।Image Credit: PTI
| Updated on: Sep 17, 2025 | 1:41 PM
Share

ভোপাল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫ তম জন্মদিনে সেবা পক্ষ অভিযানের ঘোষণা। শুরু হচ্ছে সুস্থ নারী, শক্তিশালী পরিবার অভিযান। বিনামূল্যে ওষুধ ও টেস্টের সুবিধা পাবেন মহিলারা। ৪ কোটিরও বেশি মহিলারা উপকৃত হবেন এই বিশেষ স্বাস্থ্য শিবিরে।

বুধবার মধ্য প্রদেশের ধরে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই তিনি মহিলাদের জন্য এই বিশেষ স্বাস্থ্য শিবিরের ঘোষণা করেন। একইসঙ্গে অপারেশন সিঁদুরের সাফল্যের কথাও আরেকবার শোনান প্রধানমন্ত্রী মোদী।

তিনি বলেন যে ভারত পরমাণু হামলার হুমকিতে ভয় পায় না। মোদী বলেন, “এটা আজকের নতুন ভারত। এই ভারত কাউকে ভয় পায় না। নতুন ভারত পরমাণু হামলার হুমকিতে ভয় পায় না। ভারতীয় সেনাবাহিনী ঘরে ঢুকে শত্রুদের নিকেশ করে আসতে পারে।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, “পাকিস্তানি জঙ্গিরা আমাদের মা-বোনেদের সিঁদুর মুছে দিয়েছিল। আমরা অপারেশন সিঁদুর চালিয়ে জঙ্গিঘাঁটি ধ্বংস করে এসেছি। আমাদের বীর সেনা জওয়ানরা চোখের পলকে পাকিস্তানকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে। গতকালই দেশ তথা গোটা বিশ্ব সাক্ষী থেকেছে যে আরেক জঙ্গি কীভাবে কেঁদে কেঁদে বর্ণনা দিয়েছে। জইশ জঙ্গিই পাকিস্তানের পর্দাফাঁস করে দিয়েছে।”

উল্লেখ্য, গতকালই জইশ-ই-মহম্মদ জঙ্গি মাসুদ ইলিয়াস কাশ্মীরী বলেছেন যে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরে ভাওয়ালপুরে মাসুদ আজহারের পরিবার ছিন্নভিন্ন হয়ে গিয়েছে।

এ দিন তিনি  দেশের প্রথম প্রধানমন্ত্রী মেগা ইন্টিগ্রেটেড টেক্সটাইল রিজিওন অ্যান্ড অ্যাপারেল পার্ক , যা সংক্ষেপে পিএম মিত্র পার্ক নামে পরিচিত হবে, তার ভিত্তি প্রস্থর স্থাপন করেন। একইসঙ্গে “সুস্থ নারী, শক্তিশালী পরিবার” এবং রাষ্ট্রীয় পোষণ কর্মসূচিরও উদ্বোধন করেন।

পিএম মিত্র স্কিমের অধীনে মধ্য প্রদেশ, তেলঙ্গানা, গুজরাট, কর্নাটক, উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রে বিশ্বমানের বস্ত্র উৎপাদন ইউনিট তৈরি করা হবে।

সুস্থ নারী, শক্তিশালী পরিবার ক্যাম্পেনের অধীনে আয়ুষ্মান আরোগ্য মন্দির চালু করা হবে। এই স্বাস্থ্যকেন্দ্রগুলিতে মহিলাদের চিকিৎসা ও বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার সুবিধা দেওয়া হবে। মানসিক স্বাস্থ্য, অ্যানিমিয়া ও লাইফস্টাইল সংক্রান্ত রোগের চিকিৎসার সুবিধাও পাওয়া যাবে।

তিনি বলেন, “কোটি কোটি মা-বোনেরা আমায় আশীর্বাদ করেছেন। ধরে দেশের বৃহত্তম ইন্টিগ্রেটেড টেক্সটাইল পার্ক দেশের শিল্পকে নতুন শক্তি দেবে। কৃষকরা পাবেন নায্য মূল্য।”