Narendra Modi: বিশ্বসেরা নমোই! মোদী ম্যাজিকে মুগ্ধ দুনিয়া, ধারেকাছে নেই বাইডেনরা
Narendra Modi: জনপ্রিয়তায় নমোর ধারেকাছে ঘেঁষতে পারছেন না জো বাইডেন, ঋষি সুনকরা। রিপোর্ট বলছে, বিশ্বের সবথেকে জনপ্রিয় রাষ্ট্রনেতা হিসেবে মোদীই প্রথম পছন্দ আমজনতার। ৭৬ শতাংশ মানুষ তাঁকেই বেছে নিয়েছেন। মার্কিন সমীক্ষক সংস্থা মর্নিং কনসাল্টের সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে এই তথ্য।
নয়া দিল্লি: বিশ্বের তাবড় রাষ্ট্রনেতাদের পিছনে ফেলে আবার সেরার সেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনপ্রিয়তার নিরীখে সবাইকে পিছনে ফেলে দিয়েছেন তিনি। জনপ্রিয়তায় নমোর ধারেকাছে ঘেঁষতে পারছেন না জো বাইডেন, ঋষি সুনকরা। রিপোর্ট বলছে, বিশ্বের সবথেকে জনপ্রিয় রাষ্ট্রনেতা হিসেবে মোদীই প্রথম পছন্দ আমজনতার। ৭৬ শতাংশ মানুষ তাঁকেই বেছে নিয়েছেন। মার্কিন সমীক্ষক সংস্থা মর্নিং কনসাল্টের সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে এই তথ্য।
মর্নিং কনসাল্টের রিপোর্ট অনুযায়ী, জনপ্রিয়তায় মোদীর পরেই রয়েছেন মেক্সিকোর অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর। অনেক পরে, ষষ্ঠ স্থানে রয়েছেন ইটালির জর্জিয়া মেলোনি। তাঁর জনপ্রিয়তা ৪১ শতাংশ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রয়েছেন অষ্টম স্থানে। মর্নিং কনসাল্টের জনপ্রিয়তার নিরীখে মোদীর থেকে অনেকটা পিছিয়ে তিনি। মাত্র ৩৭ শতাংশ। ৩১ শতাংশ জনপ্রিয়তা পেয়ে কানাডার জাস্টিং ট্রুডো রয়েছেন ১৩ নম্বরে। ব্রিটেনের ঋষি সুনক, ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রোঁরা রয়েছেন আরও পিছনে।
NEW: Global Leader Approval: *Among all adults
Modi: 76% López Obrador: 66% Lula da Silva: 49% Albanese: 47% Meloni: 41% Biden: 37% Sánchez: 37% Trudeau: 31% Sunak: 25% Macron: 24% Scholz: 21%
*Updated 12/7/23https://t.co/Qxc6HbLPz4 pic.twitter.com/IK0niZPdso
— Morning Consult (@MorningConsult) December 8, 2023
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্যারিশ্মা এর আগে বহুবার দেখা গিয়েছে। শুধু দেশের মাটিতেই নয়, বিদেশেও তিনি সমানভাবে জনপ্রিয়। মার্কিন মুলুকে ‘হাউডি মোদী’ হোক কিংবা বিদেশের মাটিতে অন্য যে কোনও অনুষ্ঠান। সব জায়গায় মোদীকে এক ঝলক দেখতে উপচে পড়েছে ভিড়। দুবাইয়েও শোনা গিয়েছে ‘আব কি বার, ৪০০ পার’ রব। মোদীর বিদেশ সফরকালে তাঁকে এক ঝলক দেখতে ঘণ্টার পর ঘণ্টা হোটেলের বাইরে অপেক্ষা করার দৃশ্যও দেখা গিয়েছে। প্রধানমন্ত্রী নমোও কখনও নিরাশ করেননি কাউকে। তাঁদের সঙ্গে হাত মিলিয়েছেন, তাঁদের অভ্যর্থনা গ্রহণ করেছেন। আর এই টুকরো টুকরো ছবিগুলিই বুঝিয়ে দেয়, কেন জনপ্রিয়তায় বার বার বিশ্বের তাবড় রাষ্ট্রনেতাদের পিছনে ফেলে দেন তিনি।