PM Modi on Delhi Election Results: ‘অন্তর থেকে কৃতজ্ঞ’, দিল্লিতে পদ্ম ফুটতেই বড় গ্যারান্টি প্রধানমন্ত্রীর

Delhi Assembly Election Results 2025: বিজেপি কর্মীদের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, "আমি বিজেপির সমস্ত কর্মীর উপরে গর্বিত, যারা দিন-রাত এক করে দিয়েছেন এই বিপুল জয় আনতে। দিল্লির মানুষদের জন্য আমরা আরও মনোযোগ দিয়ে কাজ করব।"

PM Modi on Delhi Election Results: অন্তর থেকে কৃতজ্ঞ, দিল্লিতে পদ্ম ফুটতেই বড় গ্যারান্টি প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit source: PTI

|

Feb 08, 2025 | 4:41 PM

নয়া দিল্লি: রাজধানীতেও মোদী ম্যাজিক। ২৭ বছরের খরা কাটিয়ে দিল্লিতে ফুটল পদ্ম। আম আদমি পার্টিকে ধরাশায়ী করে বিজেপির এই বিপুল জয়ে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তিনি লিখলেন, “উন্নয়ন আর সুশাসন জিতেছে।”

এ দিন বিজেপির জয়ের পরই প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে লেখেন, “বিজেপিকে এই ঐতিহাসিক জয়ের জন্য আমি সকল ভাই-বোনদের স্যালুট ও অভিনন্দন জানাই। সকলের কাছে আমি অন্তর থেকে কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, “আমরা গ্যারান্টি দিচ্ছি যে দিল্লির উন্নয়ন করার জন্য আমরা কোনও খামতি রাখব না। দিল্লিবাসীর জীবন উন্নত করব আমরা…উন্নত ভারতে দিল্লি যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তা নিশ্চিত করব।”

বিজেপি কর্মীদের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, “আমি বিজেপির সমস্ত কর্মীর উপরে গর্বিত, যারা দিন-রাত এক করে দিয়েছেন এই বিপুল জয় আনতে। দিল্লির মানুষদের জন্য আমরা আরও মনোযোগ দিয়ে কাজ করব।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও পোস্ট করে লেখেন, “প্রধানমন্ত্রী মোদী দিল্লিবাসীর হৃদয়ে। ভোটাররা কেজরীবালের শীসমহল ধ্বংস করে দিয়েছে। যারা প্রতিশ্রুতি রাখে না, তাদের শিক্ষা দিয়েছে দিল্লি। এটা উদাহরণ হয়ে থাকবে।”

শেষ আপডেট অনুযায়ী, দিল্লিতে ৭০টি আসনের মধ্যে ৪৮টি আসনে জয়ী হয়েছে বিজেপি। আপ জিতেছে ২২টি আসনে।

এর আগে ২০১৫ সালে ৬৭টি আসনে জিতেছিল আপ, ২০২০ সালে ৬২টি আসনে জিতেছিল।