PM Narendra Modi: ‘মাথা ঠান্ডা কিন্তু রক্ত গরম’, প্রধানমন্ত্রীর শিরায় রক্ত নয়, কী বইছে?

PM Narendra Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "যারা ভাবত ভারত চুপ থাকবে, আজ তারা ঘরে লুকিয়ে রয়েছে। যারা নিজেদের অস্ত্র নিয়ে অহংকার করত, আজ তারা ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে। এটা শোধ-প্রতিশোধের খেলা নয়। এটা ন্যায়ের নতুন রূপ।

PM Narendra Modi: মাথা ঠান্ডা কিন্তু রক্ত গরম, প্রধানমন্ত্রীর শিরায় রক্ত নয়, কী বইছে?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হুঙ্কার।Image Credit source: PTI

|

May 22, 2025 | 2:25 PM

নয়া দিল্লি: মোদীর শিরায় রক্ত নয়, বইছে গরম সিঁদুর। অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তানকে ঠিক এই ভাষাতেই জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাসবাদী হামলা হলে, ভারত তার যোগ্য জবাব দেবে বলেই জানান প্রধানমন্ত্রী।

এ দিন দেশের ১০৩টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করার অনুষ্ঠানেই পাকিস্তানকে কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, “যারা ভাবত ভারত চুপ থাকবে, আজ তারা ঘরে লুকিয়ে রয়েছে। যারা নিজেদের অস্ত্র নিয়ে অহংকার করত, আজ তারা ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে। এটা শোধ-প্রতিশোধের খেলা নয়। এটা ন্যায়ের নতুন রূপ। এটাই অপারেশন সিঁদুর। এটা শুধু আক্রোশ নয়, এটা সমর্থ ভারতের রুদ্র রূপ। সোজা বুকে আঘাত করেছি আমরা।”

প্রধানমন্ত্রী বলেন যে সন্ত্রাসবাদ মেটাতে এটাই নীতি, এটাই রীতি। এটাই নতুন ভারত। সন্ত্রাসবাদ দমনে দেশের নতুন নীতি নিয়ে বলেন, “অপারেশন সিঁদুর সন্ত্রাসবাদ দমন করতে তিনটি সূত্র তৈরি করে দিয়েছে। ভারতে হামলা করলে, তার কড়া জবাব দেওয়া হবে। সময়, শর্ত আমাদের সেনা ঠিক করবে।”

তিনি আরও বলেন, “পরমাণু বোমার হুমকিতে ভয় পায় না ভারত। সন্ত্রাসবাদ লালনকারী দেশকে আলাদাভাবে দেখা হবে না। পাকিস্তানের এই খেলা আর চলবে না। গোটা বিশ্বে পাকিস্তানের মুখোশ খুলতে আমাদের প্রতিনিধি দল পৌঁছচ্ছে। পাকিস্তানের আসল চেহারা গোটা বিশ্বকে দেখানো হবে।”

পাকিস্তানের পিঠে ছুরি মারার অভ্যাসকেও আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, “পাকিস্তান কখনও ভারতের সঙ্গে সোজাভাবে লড়াই করে জিততে পারে না। সেই জন্য সন্ত্রাসবাদকে ভারতের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার করেছে। স্বাধীনতার পর থেকে এটাই চলছে। পাকিস্তান সন্ত্রাস হামলা চালাত, ভারতে ভয় তৈরি করত। কিন্তু পাকিস্তান ভুলে গিয়েছিল, এখন মোদী বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। মোদীর মাথা ঠান্ডা, কিন্তু রক্ত গরম। মোদীর শিরায় রক্ত নয়, গরম সিঁদুর বইছে।

পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেন যে প্রতিটা সন্ত্রাসবাদী হামলার মূল্য চোকাতে হবে পাকিস্তানকে। পাকিস্তানের সেনা, তাদের অর্থনীতিকে এই মূল্য চোকাতে হবে। তিনি বলেন, “পাকিস্তান এই এয়ারবেসকেও নিশানা করেছিল, কিন্তু কোনও ক্ষতি করতে পারেনি। এখান থেকে কিছু দূরেই পাকিস্তানের এয়ারবেস আছে, জানি না কবে খুলবে। আইসিইউ-তে আছে। পাকিস্তানের সঙ্গে কথা হলে, শুধু পাক অধিকৃত কাশ্মীর নিয়ে হবে। যদি এখনও জঙ্গি রফতানি জারি রাখে, তাহলে পাই পাই মূল্য চোকাতে হবে। জল পাবে না। ভারতের সংকল্প এটা।”