উদ্বেগজনক উত্তর-পূর্ব ভারতের করোনা পরিস্থিতি, আগামিকালই মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক নমোর
PM Narendra Modi Meeting with CMs of North East India: উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি, যেমন অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরায় করোনা সংক্রমণ বাড়ায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই অরুণাচল প্রদেশ ও ত্রিপুরাতে পাঠানো হয়েছিল কেন্দ্রীয় দল।
নয়া দিল্লি: দেশে করোনা পরিস্থিতি আপাতচোখে নিয়ন্ত্রণে থাকলেও সংক্রমণ বাড়ছে উত্তর পূর্ব ভারতে। ইতিমধ্যেই কেন্দ্রীয় দলও পাঠানো হয়েছিল কয়েকটি রাজ্যে। এ বার পরিস্থিতি খতিয়ে দেখবেন স্বয়ং প্রধানমন্ত্রী। আগামিকাল সকাল ১১টায় তিনি উত্তর-পূর্ব ভারতের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।
উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি, যেমন অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরায় করোনা সংক্রমণ বাড়ায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই অরুণাচল প্রদেশ ও ত্রিপুরাতে কেন্দ্রীয় দলও পাঠানো হয়েছিল রাজ্যের করোনা পরিস্থিতি ও রাজ্য সরকারের প্রস্তুতি যাচাই করতে। এ বার সরাসরি মুখ্যমন্ত্রীদের সঙ্গেই কথা বলবেন প্রধানমন্ত্রী।
সূত্র অনুযায়ী, আগামিকাল সকাল ১১টায় উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। রাজ্যে করোনা পরিস্থিতি ও নিয়ন্ত্রণে কী কী ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়েই আলোচনা করা হবে। রাজ্যগুলিকে আরও কেন্দ্রীয় সাহায্য কীভাবে দেওয়া যায়, সে বিষয়েও আলোচনা করা হবে বলে জানা গিয়েছে।
মন্ত্রীসভা সম্প্রসারণের পরই গত সপ্তাহেই দেশের অক্সিজেন উৎপাদন ও বন্টন প্রক্রিয়া নিয়ে জরুরি বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি অক্সিজেন প্লান্ট তৈরির কাজ কতদূর এগিয়েছে, সে ব্যাপারে খোঁজখবর নেন। দ্রুত অক্সিজেন প্লান্ট তৈরির কাজ শেষ করার পাশাপাশি রাজ্য সরকারগুলির সঙ্গে এ বিষয়ে কথা বলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। অক্সিজেন প্লান্ট সক্রিয় রাখার জন্য উপযুক্ত ট্রেনিংয়ের ব্যবস্থা করার কথা বলেছিলেন তিনি। আরও পড়ুন: রাজনীতিতে শুরু হবে কি ‘রজনী’ অধ্যায়? দলীয় বৈঠকেই সিদ্ধান্ত নেবেন দক্ষিণী সুপারস্টার