রাজনীতিতে শুরু হবে কি ‘রজনী’ অধ্যায়? দলীয় বৈঠকেই সিদ্ধান্ত নেবেন দক্ষিণী সুপারস্টার
Rajinikanth on entering Politics: নিজের 'ডেবিউ' হিসাবে বেছে নিয়েছিলেন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকেই। কিন্তু করোনা পরিস্থিতি ও শারীরিক অবস্থার কথা চিন্তাভাবনা করে চিকিৎসকদের পরামর্শে শেষ মূহুর্তে পিছিয়ে যান দক্ষিণী সুপারস্টার।
চেন্নাই: গতবছরই রাজনীতিতে আত্মপ্রকাশ করার কথা ছিল “থালাইভা”র। দলের নাম অবধি ঠিক করে ফেললেও শেষ মুহূর্তে শারীরিক অসুস্থতার কারণে সেই সময় পিছিয়ে আসতে হয় দক্ষিণী সুপারস্টার রজনীকান্তকে। কিন্তু ফের একবার যে তিনি মন বদল করে রাজনীতিতে প্রবেশের চিন্তাভাবনা করছেন, তা জানালেন তিনি। এ দিন তিনি রজনী মক্কাল মনদ্রম(Rajini Makkal Mandram)-র সদস্য়দের সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে।
২০২০ সালের শেষদিনেই রাজনীতিতে আত্মপ্রকাশ করার কথা ছিল রজনীকান্তের। নিজের ‘ডেবিউ’ হিসাবে বেছে নিয়েছিলেন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকেই। কিন্তু করোনা পরিস্থিতি ও শারীরিক অবস্থার কথা চিন্তাভাবনা করে চিকিৎসকদের পরামর্শে শেষ মূহুর্তে পিছিয়ে যান তিনি। তবে মন থেকে যে রাজনীতি জগতে প্রবেশের ইচ্ছা ঝেড়ে ফেলেননি, তা আরও একবার বুঝিয়ে দিলেন আজকের বৈঠকের ঘোষণা করে।
এ দিন রজনীকান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “আগামিদিনে আমি রাজনীতিতে প্রবেশ করব কিনা, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। আজকের বৈঠকে এই বিষয়েই আলোচনা হবে যে আমার রাজনীতিতে প্রবেশ করা উচিত কিনা। করোনা সংক্রমণ, বিধানসভা নির্বাচন, আমার সিনেমার শ্যুটিং ও আমেরিকায় স্বাস্থ্য পরীক্ষার জন্য যাওয়ার কারণে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করার সুযোগ মেলেনি। আজ তাদের সঙ্গে দেখা করে আলোচনা করা হবে সমস্ত বিষয় নিয়ে।”
গত বছর ডিসেম্বরেই ৭০ বছরের দক্ষিণী সুপারস্টার রাজনীতিতে প্রবেশের কথা ঘোষণা করেন। আরেক দক্ষিণী অভিনেতা কমল হাসানও তাঁর দলের সঙ্গে জোট বাঁধার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু করোনা সংক্রমণের মাঝেই বিধানসভা নির্বাচন হওয়ায় তিনি সেই সময় পিছিয়ে আসেন। আজই দলীয় বৈঠকে তাঁর আগামিদিনের পরিকল্পনা স্থির হতে পারে। আরও পড়ুন: একদিনেই বজ্রপাতে মৃত্যু কমপক্ষে ৬৮ জনের, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর