PM Narendra Modi: জি ২০-র নেপথ্য ‘হিরো’দের সঙ্গে আজ সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, করবেন নৈশভোজও
G-20 Summit: কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, আজ সন্ধে ছ'টায় ভারত মন্ডপমে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জি-২০ সম্মেলনের সঙ্গে যুক্ত সমস্ত কর্মী-আধিকারিকরা, যারা দিনরাত কাজ করেছিলেন, তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।
নয়া দিল্লি: ভারতের সভাপতিত্বে ইতিহাস গড়েছে জি-২০ সম্মেলন (G-20 Summit)। দক্ষিণ আফ্রিকাকে দেওয়া হয়েছে স্থায়ী সদস্য়পদ। পাশাপাশি সর্বসম্মতিতে স্বাক্ষরিত হয়েছে দিল্লি ঘোষণাপত্র। জি-২০ সম্মেলনের এই সাফল্যে রাষ্ট্রনেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)-কেই দিয়েছেন। কিন্তু তিনি এই সাফল্যের কৃতিত্ব ভাগ করে নিয়েছেন জি-২০-র সঙ্গে যুক্ত সমস্ত কর্মী-আধিকারিকদের সঙ্গে। আজ, শুক্রবার ভারত মন্ডপমে (Bharat Mandapam) জি-২০ সম্মেলনের সাফল্যের নেপথ্যে থাকা ‘হিরো’দের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মোদী। তাদের সঙ্গে নৈশভোজও করবেন।
কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, আজ সন্ধে ছ’টায় ভারত মন্ডপমে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জি-২০ সম্মেলনের সঙ্গে যুক্ত সমস্ত কর্মী-আধিকারিকরা, যারা দিনরাত কাজ করেছিলেন, তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।
জানা গিয়েছে, প্রায় তিন হাজার কর্মী উপস্থিত থাকবেন। এরমধ্য়ে নিরাপত্তারক্ষী, সাফাইকর্মী, গ্রাউন্ড স্টাফ, বিভিন্ন মন্ত্রকের কর্মী ও আধিকারিকরা হাজির থাকবেন। এসপিজি, সিআইএসএফ, ভারতীয় বায়ুসেনা সহ নিরাপত্তার দায়িত্বে থাকা সমস্ত আধিকারিকরাও উপস্থিত থাকবেন। হবে গ্রুপ ফটো সেশনও। সকল কর্মী-আধিকারিকদের সঙ্গে ছবি তুলবেন প্রধানমন্ত্রী মোদী। শেষে নৈশভোজের আয়োজন করা হয়েছে।