ICC Champions Trophy: রোহিতদের জয়ে উচ্ছ্বসিত মোদী-শাহ-মমতা

Mar 09, 2025 | 10:48 PM

ICC Champions Trophy: রবিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ভারত। অধিনায়কোচিত ইনিংস খেলেছেন রোহিত শর্মা। রবীন্দ্র জাডেজার ব্যাট থেকে উইনিং রান আসার পরই দেশজুড়ে উৎসব শুরু হয়।

ICC Champions Trophy: রোহিতদের জয়ে উচ্ছ্বসিত মোদী-শাহ-মমতা
ভারতের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে উচ্ছ্বসিত নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায়

Follow Us

নয়াদিল্লি: ১২ বছর পর আবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের দখলে। রবিবার রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ডকে হারাতেই দেশজুড়ে উৎসব শুরু হয়েছে। ভারতীয় টিমের এই জয়ের জন্য শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রবিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ভারত। অধিনায়কোচিত ইনিংস খেলেছেন রোহিত শর্মা। নিউজিল্যান্ড প্রথম ব্যাট করে ২৫১ রান তোলে। এক ওভার বাকি থাকতেই জিতে যায় ভারত। এর আগে শেষবার ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। এদিন রবীন্দ্র জাডেজার ব্যাট থেকে উইনিং রান আসার পরই দেশজুড়ে উৎসব শুরু হয়েছে।

এই খবরটিও পড়ুন

ভারতীয় ক্রিকেট টিমকে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, “অসাধারণ ফল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেশে আনায় আমাদের ক্রিকেট টিমের জন্য গর্বিত। গোটা টুর্নামেন্টে অসাধারণ খেলেছে।” টুর্নামেন্টে সবক্ষেত্রে অসাধারণ প্রদর্শনীর জন্য রোহিতদের শুভেচ্ছা জানান তিনি।

প্রধানমন্ত্রীর মতো ভারতের ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিজের এক্স হ্যান্ডলে রোহিতদের ছবি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিকেট টিমকে শুভেচ্ছা জানান। এই জয় ইতিহাস রচনা করল বলে লেখেন শাহ।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য রোহিতদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ভারতীয়দের জন্য গর্বের মুহূর্ত বলে বর্ণনা করেন তিনি।