AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সেনা ক্যাম্পের পাশে ঘুরঘুর করছিল, খচাখচ তুলছিল ছবি! মোবাইল খুলতেই যা জানা গেল, কল্পনাতেও আসবে না…

Spy: ২০১৯ সালে পাঠান খান পাকিস্তানে গিয়েছিল। সেখানে দীর্ঘ সময় আত্মীয়-পরিজনদের সঙ্গে ছিল। গোয়েন্দাদের সন্দেহ, পাকিস্তানে থাকাকালীনই আইএসআই তাঁকে নিয়োগ করে। ভারতে ফেরার পরও পাক হ্যান্ডেলারদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল।

সেনা ক্যাম্পের পাশে ঘুরঘুর করছিল, খচাখচ তুলছিল ছবি! মোবাইল খুলতেই যা জানা গেল, কল্পনাতেও আসবে না...
প্রতীকী চিত্র।Image Credit: Pixabay
| Edited By: | Updated on: May 02, 2025 | 2:21 PM
Share

জয়পুর: সেনা ক্য়াম্পের পাশে ইতিউতি ঘুরে বেড়াচ্ছিলেন বছর চল্লিশের এক ব্যক্তি। সুযোগ পেলেই বিভিন্ন অ্যাঙ্গেলে তুলছিলেন ছবি-ভিডিয়ো। ধরা পড়তেই যা জানা গেল, তাতে চোখ কপালে ওঠার জোগাড়। পাকিস্তানি গুপ্তচর সন্দেহে গ্রেফতার করা হল পাঠান খান নামক এক ব্যক্তিকে।

জয়সালমীর পুলিশ, সিআইডি ও ইন্টেলিজেন্স ব্যুরোর যৌথ অভিযানে পাঠান খান নামক ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সন্দেহ, ওই ব্যক্তি পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন। মোহনগড়ের ক্য়ানেল জোনের জিরো আরডি পয়েন্ট থেকে গত ২৬ এপ্রিল তাঁকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, রাজস্থানের ভারত-পাক সীমান্তে ভারতীয় সেনার অবস্থানের ছবি ও ভিডিয়ো রেকর্ড করে পাকিস্তানি হ্যান্ডেলারদের পাঠাচ্ছিল। আরও জানা গিয়েছে, ধৃত ব্যক্তি এনক্রিপটেড মোবাইল অ্যাপ ব্যবহার করছিল গোপনীয় তথ্য পাঠানোর জন্য। গোয়েন্দারা বেশ কয়েক সপ্তাহ ধরে নজর রাখছিল পাঠান খানের উপরে, নিশ্চিত হওয়ার পরই তাঁকে গ্রেফতার করা হয়।

জানা গিয়েছে, ২০১৯ সালে পাঠান খান পাকিস্তানে গিয়েছিল। সেখানে দীর্ঘ সময় আত্মীয়-পরিজনদের সঙ্গে ছিল। গোয়েন্দাদের সন্দেহ, পাকিস্তানে থাকাকালীনই আইএসআই তাঁকে নিয়োগ করে। ভারতে ফেরার পরও পাক হ্যান্ডেলারদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল।

ইতিমধ্যেই মিলিটারি গোয়েন্দা, কাউন্টার ইন্টেলিজেন্স উইং সহ একাধিক কেন্দ্রীয় তদন্তকারীরা জেরা করছে।

মাধ্যমিকের রেজাল্ট দেখে নিন এক ক্লিকে-