Tejashwi Yadav: নীতীশকে হটিয়ে মুখ্যমন্ত্রী হচ্ছেন তেজস্বী? পটনায় পোস্টার পড়তেই জল্পনা

Lok Sabha Election 2024: পোস্টার পড়তেই জল্পনা শুরু হয়েছে, তবে কি মুখ্যমন্ত্রী পদ ছাড়তে চলেছেন নীতীশ কুমার? তেজস্বী মুখ্যমন্ত্রী হলে তিনি কী করবেন? যদিও এর সপক্ষেও যুক্তি দিয়েছে বিজেপি। তাদের দাবি, প্রধানমন্ত্রী হতে চান নীতীশ কুমার। আসন্ন লেকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীর মুখ হতে পারেন তিনি।

Tejashwi Yadav: নীতীশকে হটিয়ে মুখ্যমন্ত্রী হচ্ছেন তেজস্বী? পটনায় পোস্টার পড়তেই জল্পনা
ফাইল চিত্রImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Nov 06, 2023 | 10:24 AM

পটনা: মুখ্যমন্ত্রী বদল হচ্ছে বিহারে? নীতীশ কুমারের বদলে এবার মুখ্যমন্ত্রী (Chief Minister) হবেন তেজস্বী যাদব (Tejashwi Yadav)? এমনই জল্পনা উসকে দিচ্ছে পোস্টার। বিহারের উপমুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে পটনায় পোস্টার লাগানো হয়েছে রাষ্ট্রীয় জনতা দলের তরফে। আর সেই পোস্টারেই দেখা গিয়েছে তেজস্বী যাদবকে ‘হবু মুখ্যমন্ত্রী’ বলেই উল্লেখ করা হয়েছে। পোস্টার দেখা যেতেই শুরু হয়েছে আরও একটি জল্পনা। তবে কি ইন্ডিয়া জোটে প্রধানমন্ত্রীর মুখ হবেন নীতীশ কুমার (Nitish Kumar)? সেই কারণেই তেজস্বীকে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিচ্ছেন তিনি?

আগামী ৯ নভেম্বর আরজেডি নেতা তথা বিহারের উপমুখ্য়মন্ত্রী তেজস্বী যাদবের জন্মদিন। তাঁর জন্মদিন উপলক্ষ্য়েই আরজেডি কর্মীরা রবিবার পটনায় তেজস্বীর বাড়ির বাইরে পোস্টার লাগান। সেখানে তাঁকে ‘হবু মুখ্যমন্ত্রী’ বলেই শুভেচ্ছা জানানো হয়। তবে ওই পোস্টারে আরজেডি নেতাদের সঙ্গে জেডিইউ নেতাদেরও দেখা যায়।

এই পোস্টার পড়তেই জল্পনা শুরু হয়েছে, তবে কি মুখ্যমন্ত্রী পদ ছাড়তে চলেছেন নীতীশ কুমার? তেজস্বী মুখ্যমন্ত্রী হলে তিনি কী করবেন? যদিও এর সপক্ষেও যুক্তি দিয়েছে বিজেপি। তাদের দাবি, প্রধানমন্ত্রী হতে চান নীতীশ কুমার। আসন্ন লেকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীর মুখ হতে পারেন তিনি। যদিও বরাবরের মতোই প্রধানমন্ত্রী হওয়ার জল্পনা উড়িয়ে দিয়েছেন বিহারের সাতবারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

অন্যদিকে, সম্প্রতিই ইন্ডিয়া জোট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন নীতীশ কুমার। গত সপ্তাহের বৃহস্পতিবারই তিনি বলেন, “কংগ্রেস পাঁচ রাজ্যের নির্বাচন নিয়েই ব্যস্ত। তারা নিজেদের দল মজবুত করার দিকেই বেশি মনোযোগী। ইন্ডিয়া জোটকে এগিয়ে নিয়ে যেতে খুব বেশি আগ্রহ নেই তাদের।”

এই মন্তব্যের পরই ইন্ডিয়া জোটের ভাঙন নিয়ে জল্পনা শুরু হয়েছে।