কোডারমা: সকালে বারাণসীতে নিজের মনোনয়ন জমা দিয়েছেন। তারপর আবার বেরিয়ে পড়েছেন ভোটের প্রচারে। লোকসভা ভোটের প্রচার পর্বে ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা দেশজুড়ে ঘুরছেন। সভা করছেন। প্রচার করছেন দলের সমর্থনে, দলীয় প্রার্থীদের সমর্থনে। মঙ্গলবার বিকেলে ঝাড়খণ্ডের কোডারমায় ভোটের প্রচারে গিয়েছিলেন তিনি। সেখানে হেলিপ্যাড থেকে নামার পর থেকে সভার মাঠ পর্যন্ত যাওয়ার রাস্তায় যে দৃশ্য দেখা গেল, তাতে নিজেকে আটকে রাখতে পারলেন না নমোও। গোটা রাস্তা জুড়ে মোদীকে দেখতে উপচে পড়া ভিড়। মোদীর কনভয় ছুটছে, সঙ্গে রাস্তার দুপাশ দিয়ে অগুণতি মানুষও ছুটছেন। নিরাপত্তার বন্দোবস্ত ছিল প্রচুর। ভিড় সামাল দিতে গিয়ে যেন পুলিশকর্মীরাও কিছুটা হিমশিম খেলেন।
নারী-পুরুষ-শিশু নির্বিশেষে কাতারে কাতারে মানুষের ঢল। শুধু প্রধানমন্ত্রীকে এক ঝলক দেখার অপেক্ষায়। বাধ ভাঙা উচ্ছ্বাস। দিকে দিকে বিজেপির পতাকা। আর প্রধানমন্ত্রী মোদীর কাট-আউটে ছয়লাপ রাস্তা। মোদীও নিরাশ করলেন না কাউকে। হাত নেড়ে তাঁদের শুভেচ্ছা ও ভালবাসা গ্রহণ করলেন প্রধানমন্ত্রী। গাড়ির সামনের আসনে চালকের পাশে বসেছিলেন তিনি। গাড়ির দরজা খুলে চলন্ত গাড়ি থেকেই অর্ধেক উঠে দাঁড়িয়ে অগুণতি কর্মী-সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন মোদী।
প্রধানমন্ত্রী মোদী যেখানেই যাচ্ছেন, সেখানেই যেন সবার মন জয় করে নিচ্ছেন। গতকাল নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে এক মেগা রোড শো আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।