মুখে স্প্রে করে ফ্ল্যাটে ঢুকে যুবতীকে ‘ধর্ষণ’, নগ্ন অবস্থায় সেলফি তুলে লিখে গেল ‘আবার আসব’!
Crime: ওই যুবতী সেফটি ডোর খুলে রেখেই ভিতরে যায় মোবাইল আনতে। সেই সুযোগে অভিযুক্ত মূল দরজা খুলে ঘরে ঢুকে যায় এবং যুবতীর মুখে কিছু একটা স্প্রে করে তাঁকে ধর্ষণ করে।

পুণে: কলকাতার নামকরা আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। তার মধ্যেই এবার আরেক ভয়ঙ্কর ধর্ষণের ঘটনা সামনে এল। কুরিয়ার বয় সেজে অভিজাত সোস্যাইটিতে ঢুকে এক ২৫ বছরের তরুণীকে ধর্ষণ করল যুবক। পাশবিক অত্যাচার করেই থামেনি ধর্ষক, নির্যাতিতার সঙ্গে সে সেলফি তোলে এবং বলে যায় যে আবার ফিরে আসবে।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুণেতে। এক অভিজাত সোস্যাইটিতে থাকেন বছর পঁচিশের যুবতী। অভিযোগ, বুধবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ অভিযুক্ত এসে বেল বাজিয়ে জানায় যুবতার নামে একটি পার্সেল আছে। যুবতী বলেন যে কোনও ডেলিভারি আসার কথা নেই তাঁর, কিন্তু ওই যুবক জোর করে বলতে থাকে যে তাঁর নামে পার্সেল আছে, সই এবং ওটিপি লাগবে।
ওই যুবতী সেফটি ডোর খুলে রেখেই ভিতরে যায় মোবাইল আনতে। সেই সুযোগে অভিযুক্ত মূল দরজা খুলে ঘরে ঢুকে যায় এবং যুবতীর মুখে কিছু একটা স্প্রে করে তাঁকে ধর্ষণ করে। অত্যাচারে অচৈতন্য হয়ে যান যুবতী। ধর্ষণের পর যুবতীর ফোন দিয়েই তাঁর সঙ্গে ওই অবস্থায় সেলফি তোলে। মেসেজে লিখে যায়, “আবার আসব আমি”।
যুবতীর অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা দায়ের করেছে পুলিশ। কী স্প্রে করা হয়েছিল, তা জানতে ফরেন্সিক পরীক্ষাও করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজ।

