Punjab: ইয়ারফোন, লকেট, স্ক্রু, রাখি – পেট তো নয় যেন জাদুঘর! হতবাক ডাক্তাররা
Punjab: দুই বছর ধরে পেটে ব্যথা ছিল তার। সম্প্রতি যোগ হয়েছিল বমিভাব এবং জ্বর। অপারেশন করতে গিয়ে অবাক হয়ে গেলেন চিকিৎসকরা।

চণ্ডীগঢ়: ইয়ারফোন, লকেট, স্ক্রু, একাধিক রাখি – কী নেই তার পেটে! যেন ছোটখাট জাদুঘর। অপারেশন করতে গিয়ে হতবাক হয়ে গিয়েছিলেন ডাক্তাররা। দিন দুই ধরে শরীরটা খারাপ হয়েছিল পঞ্জাবের মোগার এক বছর চল্লিশের ব্যক্তির। বমি বমি ভাব, খুব জ্বর এবং পেটে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন মোগার মেডিসিটি হাসপাতালে। কোনওভাবেই তার পেটের ব্যথা না কমায়, ডাক্তাররা তার পেটের এক্স-রে স্ক্যান করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাতে দেখা গিয়েছিল, লোকটির পেটের ভিতর বেশ কিছু ধাতব বস্তু আটকে রয়েছে। এরপরই অপারেশন করার পথে গিয়েছিলেন ডাক্তাররা। বৃহস্পতিবার, প্রায় তিন ঘণ্টা ধরে অস্ত্রোপচার প্রক্রিয়া চলে। তার শরীর থেকে ১০০টিরও বেশি জিনিস বের করে আনা হয়।
ডাক্তাররা জানিয়েছেন, তার পেটে পাওয়া জিনিসগুলির মধ্যে রয়েছে – ইয়ারফোন, ওয়াশার, নাট-বল্টু, তার, রাখি, লকেট, বোতাম, মোড়ক, হেয়ারক্লিপ, জিপার ট্যাগ, মার্বেল এবং সেফটি পিন। মেডিসিটি হাসপাতালের ডিরেক্টর ডা. আজমির কালরা বলেন, এর আগে তাঁরা কখনও এই ধরনের কোনও ঘটনা দেখেননি। গত দুই বছর ধরে পেটের সমস্যায় ভুগছিল লোকটি। তার শরীর থেকে সমস্ত ধাতব জিনিসপত্র সরিয়ে ফেলা হলেও, তাঁর অবস্থা এখনও স্থিতিশীল নয় বলে জানিয়েছেন তিনি। তাঁর মতে, ওই বস্তুগুলি দীর্ঘদিন ধরে তার পেটে ছিল। এর ফলে, অন্যান্য স্বাস্থ্যগত সমস্যা তৈরি হয়েছে। পেট থেকে বস্তুগুলি সরানোর পর, এখন সেই সমস্যাগুলি দূর করাই তাদের লক্ষ্য।
অবাক হয়ে গিয়েছে লোকটির পরিবারও। তারাও জানিয়েছেন, কখন এবং কেন তিনি ওই জিনিসগুলি গিলে নিয়েছিল, সেই সম্পর্কে কোনও ধারণাই ছিল না তাদের। তাঁর বাবা-মাও জানিয়েছেন, তাঁরাও ওই ব্যক্তির এই অদ্ভুত অভ্যাস সম্পর্কে কিছু জানতেন না। তবে তাঁরা জানিয়েছেন, ওই ব্যক্তির মানসিক সমস্যা রয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার কয়েকদিন আগে থেকে তিনি রাতে ঘুমোতে পারছিলেন না। পেটে ব্যথা করছে বলে জানিয়েছিলেন। এর আগে তাঁকে বেশ কয়েকজন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু, কেউই তাঁর পেটে ব্যথার কারণ ধরতে পারেননি।
