AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan ISIS: বনের মধ্যে জঙ্গি ডেরা! অভিযান চালাতেই মাথায় হাত নিরাপত্তারক্ষীদের

Pakistan ISIS: এদিন যৌথ অভিযানে অমৃতসরের টিব্বা নাঙ্গাল-কুলার রোড সংলগ্ন বনাঞ্চল থেকে অস্ত্র উদ্ধার করে যৌথ বাহিনী। উদ্ধার হওয়া হার্ডওয়্য়ারগুলি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের সন্দেহ সম্ভবত পাকিস্তানি গুপ্তচর সংস্থা ISIS-এর মদতে দেশের অন্দরে বড় নাশকতা ছক কষছিল এক দল সন্ত্রাসবাদী।

Pakistan ISIS: বনের মধ্যে জঙ্গি ডেরা! অভিযান চালাতেই মাথায় হাত নিরাপত্তারক্ষীদের
উদ্ধার হওয়া অস্ত্র-শস্ত্রImage Credit: X
| Updated on: May 06, 2025 | 12:13 PM
Share

অমৃতসর: দুই দিকে আকাশছোঁয়া বনাঞ্চল। আর তারই মাঝে চলছিল বড় চক্রান্তের ছক। কিন্তু সেই চক্রান্ত নীল-কাগজ (Blue Print) পেরিয়ে বাস্তবে ঘটার আগেই সব ভেস্তে দিল পুলিশ। মঙ্গলবার একটি যৌথ অভিযান চালিয়ে সেখানকার বনাঞ্চল থেকে একাধিক গ্রেনেড ও IED, RPG-সহ সন্ত্রাস নাশকতার সঙ্গে যুক্ত তথ্যে ভরা হার্ডওয়্যার উদ্ধার করে পঞ্জাব পুলিশ ও নিরাপত্তা বাহিনী।

এদিন যৌথ অভিযানে অমৃতসরের টিব্বা নাঙ্গাল-কুলার রোড সংলগ্ন বনাঞ্চল থেকে অস্ত্র উদ্ধার করে যৌথ বাহিনী। উদ্ধার হওয়া হার্ডওয়্য়ারগুলি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের সন্দেহ সম্ভবত পাকিস্তানি গুপ্তচর সংস্থা ISIS-এর মদতে দেশের অন্দরে বড় নাশকতা ছক কষছিল এক দল সন্ত্রাসবাদী।

অভিযানে কোনও সন্ত্রাসবাদীর হদিশ পাওয়া যায়নি। তবে উদ্ধার হওয়া গ্রেনেড, IED দেখে নিরাপত্তারক্ষীদের অনুমান, তারা হয়তো সন্ত্রাসীদের নিরস্ত্র করতে সক্ষম হয়েছেন। এদিন পঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল বলেন, ‘প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে রাজ্যের মধ্য়ে স্লিপার সেলগুলিকে জাগিয়ে তুলে বড় নাশকতার ছক কষছিল ISIS ও তাদের সহযোগী সন্ত্রাসী সংগঠনগুলি। কিন্তু তার আগেই অভিযান চালিয়ে তাদের নিরস্ত্র করা হয়েছে।’

গতকাল অর্থাৎ সোমবারেই জম্ম ও কাশ্মীরের পুঞ্চ এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি IED, দু’টি রেডিও, কমিউনিকেশন যন্ত্র, তিনটি চাদর উদ্ধার করে নিরাপত্তারক্ষীরা। পহেলগাঁও হামলার পরেই দেশজুড়ে ‘অ্যাকশনে’ নেমেছে সেনা ও নিরাপত্তারক্ষীরা। ভাঙছে একের পর এক জঙ্গি ডেরাও। উদ্ধার হচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র।