Puri Mahaprasad: পুরীর মহাপ্রসাদের একলাফে দাম বাড়ল ৩ গুণ, কত হল জানেন?

Puri Jagannath Temple: জগন্নাথ মন্দিরে ভোগের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে বলে আক্ষেপ প্রকাশ করেছেন কটক থেকে আসা এক ভক্ত। সংযুক্তা ত্রিপাঠী নামে ওই মহিলা বলেন, "আমি কখনও মহাপ্রসাদের এত দাম বাড়তে দেখিনি। দরিদ্র ভক্তদের পক্ষে এই দাম দিয়ে মহাপ্রসাদ নেওয়া সম্ভব নয়।"

Puri Mahaprasad: পুরীর মহাপ্রসাদের একলাফে দাম বাড়ল ৩ গুণ, কত হল জানেন?
পুরীর মহাপ্রসাদের দাম বেড়েছে।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 02, 2023 | 9:42 PM

পুরী: পুরীর (Puri) প্রসাদের দাম বাড়ানোর প্রস্তুতি অনেকদিন ধরেই শুরু হয়েছিল। অবশেষে মহাপ্রসাদের দাম স্থির হল। পুরীর জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) মহাপ্রসাদের (Mahaprasad) দাম এক লাফে প্রায় ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিকভাবেই বিব্রত জগন্নাথ-ভক্তবৃন্দ।

পুরীর মহাপ্রসাদের কী দাম ধার্য হল?

জগন্নাথ মন্দিরে গত সপ্তাহেও মহাপ্রসাদের প্লেট পিছু দাম ছিল ১০০ টাকা। এই মহাপ্রসাদ-প্লেটের মধ্যে থাকত পেটভর্তি ভাত, ডাল ও সবজি। বর্তমানে এই মহাপ্রসাদ-প্লেটের দাম ধার্য করা হয়েছে ৩০০ টাকা। অর্থাৎ ৩ গুণ দাম বৃদ্ধি পেয়েছে। আর স্পেশাল মহাপ্রসাদ-প্লেট (ভাত, ডাল, ডালমা, বেসর ও মহুরা (নিরামিষ সবজি) ও সাগা)-এর দাম ছিল ৩০০ টাকা। সেই থালির দাম বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫০০ টাকা।

জগন্নাথ মন্দিরে ভোগের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে বলে আক্ষেপ প্রকাশ করেছেন কটক থেকে আসা এক ভক্ত। সংযুক্তা ত্রিপাঠী নামে ওই মহিলা বলেন, “আমি কখনও মহাপ্রসাদের এত দাম বাড়তে দেখিনি। দরিদ্র ভক্তদের পক্ষে এই দাম দিয়ে মহাপ্রসাদ নেওয়া সম্ভব নয়।” একইভাবে মহাপ্রসাদের দাম বৃদ্ধি নিয়ে আক্ষেপ প্রকাশ করেন জয়পুর থেকে আসা এক ভক্ত।

প্রসঙ্গত, পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ নিয়ন্ত্রিত হয় মহাসুয়ার নিজোগ (সেবায়েতদের সংগঠন)-দ্বারা। এই সংগঠনের সচিন নারায়ণ মহাসুয়ার অবশ্য বলেন, “মহাপ্রসাদের দাম সামান্য বাড়ানো হয়েছে। কিছু দালাল আমাদের থেকে মহাপ্রসাদ কিনে ভক্তদের বিক্রি করে। তারাই অতিরিক্ত দাম ধার্য করেছে।” মন্দির কমিটির বিষয়টি নিয়ন্ত্রণ করা উচিত বলেও জানিয়েছেন তিনি। আনন্দ বাজারে মহাপ্রসাদ বিক্রির প্রবাহ স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ।