
নয়া দিল্লি: কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বেফাঁস মন্তব্য। ধরা পড়ে গেল তাঁর মিথ্যাচার। নিন্দার ঝড় উঠেছে রাহুলের মন্তব্য ঘিরে। কী এমন বলে বসলেন রাহুল?
প্রয়াত বিজেপি নেতা অরুণ জেটলি হুমকি দিয়েছিলেন বলে দাবি করেন রাহুল গান্ধী। তাঁর দাবি, কৃষক আন্দোলনের বিরোধিতা করছিলেন তিনি, সেই সময় অরুণ জেটলি তাঁকে বিরোধিতা, আন্দোলনে সমর্থন বন্ধ করার জন্য হুমকি দিয়েছিলেন। অথচ ২০১৯ সালেই প্রয়াত হন অরুণ জেটলি। আর বিতর্কিত কৃষি আইন কেন্দ্র কার্যকর করেছিল ২০২০ সালে। অর্থাৎ অরুণ জেটলির মৃত্যুর পর।
অ্যানুয়াল লিগাল কনক্লেভ ২০২৫-এ বক্তব্য রাখছিলেন রাহুল গান্ধী। উঠে আসে কৃষি আইন প্রসঙ্গ। রায়বরৈলির সাংসদ রাহুল গান্ধী বলেন, “আমার মনে আছে যখন আমি কৃষি আইনের বিরোধিতা করে লড়াই করছিলাম, অরুণ জেটলিজীকে আমার কাছে পাঠানো হয়েছিল হুমকি দিতে। উনি আমায় বলেছিলেন, তুমি যদি সরকারের বিরোধিতা করো, কৃষি আইনের বিরুদ্ধে লড়ো, তাহলে আমাদের তোমার বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। আমি ওঁর দিকে তাকিয়ে বলেছিলাম, আপনার মনে হয় ধারণা নেই যে কার সঙ্গে কথা বলছেন।”
#WATCH | Delhi: At the Annual Legal Conclave- 2025, Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi says, “I remember when I was fighting the farm laws, Arun Jaitley ji was sent to me to threaten me. He told me “if you carry on opposing the govt, fighting the farm laws, we will have… pic.twitter.com/8RJWmHo9fE
— ANI (@ANI) August 2, 2025
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার ২০২০ সালের জুন মাসে কৃষি আইন আনে। সেপ্টেম্বর মাসে সংসদে এই বিল পাস হয়ে আইনে পরিণত হয়। এরপরই শুরু হয় কৃষক আন্দোলন। ২০২১ সালের নভেম্বর মাসে আন্দোলনের মুখে পড়ে কেন্দ্র এই আইন প্রত্যাহার করতে বাধ্য় হয়।
প্রয়াত বিজেপি নেতা অরুণ জেটলির ছেলে রোহন জেটলি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মিথ্যাচারের প্রতিবাদ করে বলেন, “রাহুল গান্ধী এখন দাবি করছেন যে অরুণ জেটলি ওঁকে হুমকি দিয়েছিলেন। আমি ওঁকে মনে করিয়ে দিতে চাই, আমার বাবা ২০১৯ সালে প্রয়াত হয়েছেন। কৃষি আইন ২০২০ সালে আনা হয়েছিল। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, আমার বাবার স্বভাব ছিল না যে বিরোধী দৃষ্টিভঙ্গির জন্য হুমকি দেওয়া।”
Rahul Gandhi now claims my late father, Arun Jaitley, threatened him over the farm laws.
Let me remind him, my father passed away in 2019. The farm laws were introduced in 2020. More importantly, it was not in my father’s nature to threaten anyone over an opposing view. He was a…— Rohan Jaitley (@rohanjaitley) August 2, 2025
রোহন আরও বলেন, “তিনি কট্টর গণতান্ত্রিক ব্যক্তি ছিলেন এবং সর্বসম্মতি তৈরিতে বিশ্বাসী ছিলেন। যদি এমন কোনও পরিস্থিতির সৃষ্টিও হত, তাহলে উনি মুক্ত আলোচনার আহ্বান জানাতেন সিদ্ধান্তে পৌঁছনোর জন্য। এটাই উনি ছিলেন এবং আজও তার লেগাসি। যিনি আমাদের সঙ্গে নেই, তাঁর সম্পর্কে মন্তব্য করার সময় সতর্ক থাকার অনুরোধ করব রাহুল গান্ধীকে। উনি মনোহর পারিকরজির সঙ্গেও একই করেছিলেন। প্রয়াতদের শান্তিতে থাকতে দিন।”