AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rahul Gandhi: “তাঁদের সঙ্গে আমার তুলনা টানবেন না…”, কংগ্রেসের অতীত টেনে দাবি রাহুল গান্ধীর

রাহুল গান্ধীর 'ভারত জোড়ো যাত্রা' বুধবার রাজস্থান অতিক্রম করে। রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনও 'ভারত জুড়ে যাত্রা'য় পা মিলিয়েছেন।

Rahul Gandhi: তাঁদের সঙ্গে আমার তুলনা টানবেন না..., কংগ্রেসের অতীত টেনে দাবি রাহুল গান্ধীর
ছবি: ফাইল চিত্র
| Edited By: | Updated on: Dec 15, 2022 | 9:56 PM
Share

নয়া দিল্লি: মহাত্মা গান্ধী ইন্দিরা গান্ধী সর্দার বল্লভ ভাই প্যাটেল কি করেছেন সেটা প্রতিটি বৈঠকে সেটার চিন্তাভাবনা করা উচিত নয়। বরং আজ কী হচ্ছে, জনগণের জন্য কী করা যায় সে ব্যাপারে চিন্তা-ভাবনা করা উচিত। ‘ভারত জোড়ো যাত্রা’র ১০০ দিন সম্পূর্ণ হওয়ার পর দলীয় কর্মীদের এমনই বার্তা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একই সঙ্গে মহাত্মা গান্ধীর সঙ্গে তাঁর তুলনা টানতেও বারণ করেছেন সোনিয়া-পুত্র।

মূলত, রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’ জাতির জনক মহাত্মা গান্ধীর অহিংসা আন্দোলনকে স্মৃতি উসকে দিয়েছে। রাহুল গান্ধীর অনুগামী সহ অনেক কংগ্রেস নেতা-ই এরকম তুলনা টেনেছেন। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা। জনগণের সঙ্গে তিনি ছলনা করছেন বলে কটাক্ষ করেছেন বিরোধীরা। তারই জবাব দিয়ে বৃহস্পতিবার রাহুল গান্ধী বলেন, “তাঁর (মহাত্মা গান্ধী) সঙ্গে আমার তুলনা টানবেন না। এটা সম্পূর্ণ ভুল। আমরা একই আন্দোলনের সঙ্গে যুক্ত নয় এবং কোনও তুলনা করা উচিত নয়। তিনি (মহাত্মা গান্ধী) একজন মহান ব্যক্তি। তিনি সারাজীবন দেশের স্বাধীনতার লড়াইয়ে উৎসর্গ করেছেন। ১০-১২ বছর জেলে ছিলেন। তাঁর সঙ্গে আমার নাম উচ্চারণ করা কারণ উচিত নয়।” একইসঙ্গে রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধীর সঙ্গে তুলনা প্রসঙ্গে সোনিয়া পুত্র বলেন, “তাঁরা শহিদ হয়েছেন। তাঁরা অনেক ভালো কাজ করেছেন। কিন্তু কংগ্রেসের প্রতিটি বৈঠকে সে কথা মনে করা উচিত নয়। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, সর্দার বল্লভ ভাই প্যাটেল, জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী- তাঁরা অনেক কিছু করেছেন। তাঁরা তাঁদের ভাবনা ছড়িয়ে দিয়েছেন। আমাদের উচিত, আজ কী হচ্ছে সেদিকে নজর দেওয়া উচিত। আমরা জনগণের জন্য কী করতে পারি সেটা চিন্তা করা ভালো।”

প্রসঙ্গত, রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’ বুধবার রাজস্থান অতিক্রম করে। বহু বিশিষ্ট ব্যক্তি থেকে শুরু করে রাজনৈতিক, বিনোদন, শিল্প সহ অনেকেই এই যাত্রায় সামিল হয়েছেন। বুধবার রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনও রাহুল গান্ধীর সঙ্গে ‘ভারত জুড়ে যাত্রা’য় পা মিলিয়েছেন। ফলে ১০০ দিনেই রাহুল গান্ধীর এই যাত্রার লক্ষ্য পূরণ করতে সমর্থ হয়েছে বলে মনে করছেন প্রবীণ কংগ্রেস নেতারা। প্রাক্তন কংগ্রেস নেতা সঞ্জয় ঝা বলেন, “রাহুল গান্ধী তাঁর রাজনৈতিক ব্যান্ড পুনরুজ্জীবিত করতে পেরেছেন। বিজেপি আর তাঁকে নিয়ে, এই প্রচার নিয়ে ভুয়ো খবর প্রচার করতে পারবে না। দ্বিতীয়ত কংগ্রেস এই যাত্রার মাধ্যমে সরাসরি জনগণের সঙ্গে যুক্ত হতে পেরেছে।”