Rahul Gandhi twitter: সাংসদ পদ ফিরে পেয়েই টুইটার ‘বায়ো’ বদল রাহুল গান্ধীর, কী লিখলেন?
Rahul Gandhi: সাংসদ পদ খারিজের পর রাহুল গান্ধীর টুইটার বায়ো নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছিল। কেন রাহুল নিজেকে অযোগ্য সাংসদ বলে উল্লেখ করেছেন, তা নিয়ে প্রশ্ন ওঠে। যদিও তার কোনও জবাব তিনি দেননি।
নয়া দিল্লি: আইনি লড়াইয়ের পর অবশেষে পুনরায় সাংসদ পদ ফিরে পেয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। আর তার সঙ্গে সঙ্গেই বদল হয়ে গেল রাহুল গান্ধীর টুইটার হ্যান্ডেলের ‘বায়ো’। অর্থাৎ ‘অযোগ্য সাংসদ’ থেকে বায়ো বদলে হল ‘সংসদের সদস্য’। সোমবার সংসদে প্রবেশের পরই বদলে যায় রাহুল গান্ধীর টুইটার বায়ো (Twitter Bio)।
মোদী-পদবি নিয়ে বিতর্কের জেরে সুরাট আদালতের রায়ের প্রেক্ষিতে গত ২৪ মার্চ রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হয়। তারপরই নিজের টুইটার হ্যান্ডেলের বায়ো অর্থাৎ পরিচয় বদলে ফেলেন রাহুল। তিনি টুইটারের বায়োতে নিজেকে ‘অযোগ্য সাংসদ’ বলে উল্লেখ করেছিলেন। অর্থাৎ বায়োতে ‘এটি রাহুল গান্ধীর অফিসিয়াল অ্যাকাউন্ট। তিনি কংগ্রেসের জাতীয় সদস্য’-এর পর লেখা হয় ‘অযোগ্য সাংসদ’। প্রায় চার মাস পর এদিন ফের সংসদে প্রবেশের পর বায়ো বদলে লেখেন, ‘অযোগ্য সাংসদ’-এর স্থানে রাহুল লেখেন, ‘সংসদের সদস্য।’
উল্লেখ্য সাংসদ পদ খারিজের পর রাহুল গান্ধীর টুইটার বায়ো নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছিল। কেন রাহুল নিজেকে অযোগ্য সাংসদ বলে উল্লেখ করেছেন, তা নিয়ে প্রশ্ন ওঠে। যদিও তার কোনও জবাব তিনি দেননি। কেন্দ্রের শাসকদলের আচরণকে বিদ্রুপ করে তুলে ধরতেই রাহুল গান্ধী এরকম লিখেছিলেন বলে মনে করে রাজনৈতিক মহলের একাংশ। তারপর এদিন চার মাস পর তিনি পাল্টা জবাব দিলেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
এদিন রাহুল গান্ধীর সংসদে ফেরার ব্যাপারে সিলমোহর পড়তেই উল্লাসে মেতে ওঠেন কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের সদস্যরা। কংগ্রেস ও তৃণমূল সাংসদদের পরস্পরকে মিষ্টিমুখ করাতেও দেখা যায়। এরপর আগামিকাল অনাস্থা প্রস্তাবের সূচনা রাহুল গান্ধীই করবেন বলে কংগ্রেস সূত্রে খবর।