Ashok Gehlot: ভোটের মুখেই রাজস্থানে জাতিগত সমীক্ষার ঘোষণা মুখ্যমন্ত্রী গেহলটের

Rajasthan Caste Gehlot: বিহারে জাতিগত সমীক্ষার রিপোর্ট প্রকাশ্যে আসার পরই সারা দেশে জাতিগত সমীক্ষা চালু করার দাবি তুলেছেন রাহুল গান্ধী। এর মধ্যেই বিধানসভা ভোটের মুখে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জাতিগত সমীক্ষা করার ঘোষণা করলেন। যা বিশেষ তাৎপর্যপূর্ণ।

Ashok Gehlot: ভোটের মুখেই রাজস্থানে জাতিগত সমীক্ষার ঘোষণা মুখ্যমন্ত্রী গেহলটের
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। ফাইল ছবি।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 07, 2023 | 6:45 PM

জয়পুর: বিহারের পর এবার রাজস্থান। বিহারের মতো এবার রাজস্থানেও জাতিগত সমীক্ষা (Caste survey) হবে। এমনই ঘোষণা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট স্বয়ং (Ashok Gehlot)। ইতিমধ্যে বিষয়টি নিয়ে রাজস্থান প্রদেশ কংগ্রেসের কোর কমিটির বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। আসন্ন বিধানসভা নির্বাচনকে ‘পাখির চোখ’ করেই মুখ্যমন্ত্রী অশোক গেহলট জাতিগত সমীক্ষার কথা ঘোষণা করলেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

কংগ্রেস সূত্রে খবর, জয়পুরে দলের ওয়ার রুমে রাজস্থানের প্রদেশ কংগ্রেসের কোর কমিটির (RPCC) বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট, রাজস্থানের কংগ্রেস-ইন-চার্জ সুখজিন্দার রান্ধাওয়া, রাজস্থান প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গোবিন্দ সিং দোতাসরা-সহ RPCC-র নেতৃবৃন্দ। এই বৈঠকের পরই মুখ্যমন্ত্রী গেহলট বলেন, বিহারে যেমন হয়েছে, ঠিক তেমনভাবে রাজস্থান সরকারও জাতিগত সমীক্ষা করবে।

জাতিগত সমীক্ষা আদতে রাহুল গান্ধীর ধারণা জানিয়ে মুখ্যমন্ত্রী গেহলট আরও বলেন, “দলের জনাদেশের কথা মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই নির্বাচনী প্রচারেই রাজস্থান সরকারের এটা (জাতিগত সমীক্ষা করা) ঘোষণা করা উচিত।” এপ্রসঙ্গে তিনি আরও বলেন, “দেশের বিভিন্ন সম্প্রদায় রয়েছে। বিভিন্ন ধর্মের মানুষ এখানে বাস করেন। ভিন্ন-ভিন্ন সম্প্রদায় ভিন্ন-ভিন্ন কাজ করেন। যদি আমরা কোন সম্প্রদায়ের কত জনসংখ্যা রয়েছে জানতে পারি, তাহলে তাঁদের জন্য কী পরিকল্পনা করতে হবে, সেটাও জানতে পারব। এটা জাতিগতভাবে বিভিন্ন প্রকল্প তৈরি করতে সুবিধা দেবে।”

প্রসঙ্গত, বহু বিতর্কের পর অবশেষে বিহারে জাতিগত সমীক্ষা সম্পূর্ণ হয়েছে এবং আদালতের নির্দেশে সম্প্রতি সেই সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়েছে। যার মাধ্যমে বিহারে সাধারণ ক্যাটেগরি থেকে ওবিসি, অনগ্রসর সম্প্রদায়ের জনসংখ্যা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা উঠে এসেছে। এটা একটা নজির হয়েছে এবং অন্যান্য রাজ্যও এই পথে হাঁটবে বলে দাবি জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার-সহ কংগ্রেস নেতৃবৃন্দ। ইতিমধ্যে সারা দেশে জাতিগত সমীক্ষা চালু করার দাবি তুলেছেন রাহুল গান্ধী। এর মধ্যেই বিধানসভা ভোটের মুখে রাজস্থানের মুখ্যমন্ত্রী জাতিগত সমীক্ষা করার ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ।