AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বছরে ৩০০ দিন ঘুমোন, সবাই ডাকে ‘কুম্ভকর্ণ’ নামে

এত ঘুমের জন্য অনেক তাকে 'কুম্ভকর্ণ' (Kumbhkaran) নামে ডাকেন। একদা দিনে ১৫ ঘণ্টা ঘুমতেন। তবে সময়ের সঙ্গে ঘুমও বেড়েছে তার। পুরখারাম পেশায় একজন ব্যবসায়ী।

বছরে ৩০০ দিন ঘুমোন, সবাই ডাকে 'কুম্ভকর্ণ' নামে
পুরখারাম
| Edited By: | Updated on: Jul 13, 2021 | 10:31 PM
Share

নাগাউর: বছরে ৩০০ দিন ঘুমিয়ে থাকেন রাজস্থানের (Rajasthan) ভাওড়া গ্রামের বাসিন্দা পুরখারাম (Purkharam)। পরিবারের লোকজনের আন্দাজ মানুষটা খুব অলস। তবে তা নয়। চিকিৎসকের কাছে জেতেই আসল সত্যি সামনে আসে। এক জটিল রোগে ভুগছেন পুরখারাম। সেই কারণেই তার এত ঘুম।

এত ঘুমের জন্য অনেক তাকে ‘কুম্ভকর্ণ’ নামে ডাকেন। একদা দিনে ১৫ ঘণ্টা ঘুমতেন। তবে সময়ের সঙ্গে ঘুমও বেড়েছে তার। পুরখারাম পেশায় একজন ব্যবসায়ী। কিন্তু ব্যবসার কাজে মাসে ৫ দিনের বেশি সময় দিতে পারেন না। বাকি দিনগুলো ঘুমিয়ে কেটে যায় তার।

চিকিৎসকেরা জানিয়েছেন, জটিল অসুখের Axis hypersomnia. দীর্ঘ দিন ধরে এই রোগে ভুগছেন তিনি। সেই কারণে মাসে ২৫ দিন ঘুমিয়ে কাটে পুরখারামের। এর পরেও শরীরে নানা ক্লান্তি থাকে। এই রোগ অনুযায়ী সবসময় মাথা ব্যথা করে। পুরখারামের জটিল অসুখ নিয়ে উদ্বেগে রয়েছেন পরিবারের লোকজনেরা।

তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসায় সাড়া মিলছে না। একবার ঘুমিয়ে পড়ার পর তাকে ডেকে তোলার সাধ্য নেই কারও। পুরখারামের বয়স ৪২ বছর। প্রায় ২৩ বছর ধরে এই জটিল রোগে ভুগছেন তিনি। আরও পড়ুন: কীভাবে ঘরে বসেই নিখরচায় প্যান কার্ড পাবেন, জেনে নিন