Rajasthan Minister: চন্দ্রযানের ‘যাত্রীদের’ স্যালুট জানালেন রাজস্থানের মন্ত্রী

রাজস্থান সরকারে ক্রীড়ামন্ত্রী অশোক ছাদনা মানববিহীন চন্দ্রযানে ‘যাত্রীর’ খোঁজ পেলেন। এমনকি চন্দ্রযান ৩ -এর যাত্রীদের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।

Rajasthan Minister: চন্দ্রযানের ‘যাত্রীদের’ স্যালুট জানালেন রাজস্থানের মন্ত্রী
রাজস্থানের মন্ত্রী।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 23, 2023 | 11:33 PM

নয়াদিল্লি: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চন্দ্রযান-৩ মিশনের সাফল্য উচ্ছ্বসিত ভারতবাসী। চাঁদের দক্ষিণ মেরুতে এই প্রথমবার কোনও দেশ পৌঁছতে সমর্থ হল। ল্যান্ডার বিক্রম সফ্ট ল্যান্ডিংয়ের মাধ্যমে চন্দ্রপৃষ্ঠ ছুঁতেই সারা বিশ্ব থেকে ভেসে এসেছে শুভেচ্ছা বার্তা। ল্যান্ডার চাঁদ ছোঁয়ার আগে রাজস্থান সরকারের এক মন্ত্রী যা করেছেন, তা শুনে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা।

রাজস্থান সরকারে ক্রীড়ামন্ত্রী অশোক ছাদনা মানববিহীন চন্দ্রযানে ‘যাত্রীর’ খোঁজ পেলেন। এমনকি চন্দ্রযান ৩ -এর যাত্রীদের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, “আমরা যদি সফল ভাবে ল্যান্ডিং করতে পারি আমি যাত্রীদের স্যালুট করব।” রাজস্থানের মন্ত্রীর এই কথা শুনেই হাসছেন সবাই। তবে যাত্রীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি চন্দ্রযানের সাফল্যে সব ভারতবাসী ও ইসরোকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।