Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘রাজীব স্পেশাল’ বিমানে চড়ে দিল্লি, একযোগে বিজেপিতে যোগ বৈশালী-প্রবীর-রথীনের

“সংসদীয় রাজনীতিতে নির্দল থেকে মানুষের কাজ করা যায় না। কোনও বড় দলের সঙ্গে যুক্ত হতেই হয়।”

'রাজীব স্পেশাল' বিমানে চড়ে দিল্লি, একযোগে বিজেপিতে যোগ বৈশালী-প্রবীর-রথীনের
ছবি- টিভি নাইন বাংলা
Follow Us:
| Updated on: Jan 30, 2021 | 8:52 PM

নয়া দিল্লি: রবিবাবর পর্যন্তও অপেক্ষা করতে হল না, শনিবারেই সমস্ত নাটকের যবনিকা পতন। তৃণমূলের ‘প্রাক্তন’ রাজীব বন্দ্যোপাধ্যায় এখন বিজেপির বর্তমান। ‘রাজীব স্পেশাল’ বিমানে চড়ে দিল্লি গেলেন বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, রথীন চক্রবর্তীরা। যোগ দিলেন বিজেপিতে।

logo2

সম্ভাবনা ছিল, ডুমুরজলার শাহি সভায় পদ্ম-পতাকা তুলে নেবেন দলত্যাগী নেতা রাজীব। সেখানে যোগদান করার সম্ভবনা ছিল বালির বিদ্রোহী তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়া (Baishali Dalmiya) এবং উত্তরপাড়ার ‘বেসুরো’ তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষালরেও (Prabir Ghoshal)। শেষ পর্যন্ত সেটাই হল, স্রেফ বদল ঘটল চিত্রানাট্যে। অমিত শাহর বঙ্গ সফর নিয়ে অনিশ্চয়তার কারণে, নিজেরাই দিল্লি উড়ে গিয়ে পদ্ম পতাকার বাহক হলেন, রাজীব-প্রবীর ও বৈশালী।

আরও পড়ুন: তৃণমূলের অনেকেই বলেছে, পার্টিটা ছাড়তে:  রাজধানীমুখী রুদ্র

প্রসঙ্গত, শুক্রবার রাজধানীতে ইজরায়েলের দূতাবাসের সামনে বিস্ফোরণের কারণে অনিশ্চিত হয়ে পড়ে অমিত শাহর বঙ্গ সফর। রাজ্য বিজেপির তরফে দিলীপ ঘোষ জানিয়ে দেন, শনিবার শাহর সমস্ত অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। তবে রবিবার ডুমুরজলার সভা হবে। অমিত শাহর বদলে সভায় থাকবেন স্মৃতি ইরানি। এই পরিস্থিতিতে দিল্লি উড়ে গিয়ে দলে দলে বিজেপিতে যোগদান করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল এবং রথীন চক্রবর্তীরা।

আরও পড়ুন: বালি থেকেই প্রার্থী বৈশালী, জানালেন নিজেই

দিল্লি যাওয়ার আগে বৈশালী ডালমিয়া যেমন টিভি নাইন বাংলাকে জানান, তিনি বালি থেকেই বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।

উল্লেখ্য, শুক্রবারই বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বিজেপিতে যোগ দেবেন? বিধানসভার বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “সংসদীয় রাজনীতিতে নির্দল থেকে মানুষের কাজ করা যায় না। কোনও বড় দলের সঙ্গে যুক্ত হতেই হয়।” ২৪ ঘণ্টাও কাটল না। সমস্ত জল্পনার ইতি টেনে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দেখানো পথে হেঁটে বিজেপিতে যোগদান করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়ও।