Lok Sabha and Rajya Sabha Update: ১২ সাংসদের নিলম্বন ঘিরে উত্তাল সংসদ! ১২ টা পর্যন্ত মুলতুবি হল অধিবেশন

Winter Session: অধিবেশনের শুরুতেই ছন্দপতন। বিরোধীদের দাবি, আলোচনার পরিসরই নেই লোকসভায়! এই প্রেক্ষিতে ১২টা পর্যন্ত মুলতুবি হয়ে যায় অধিবেশন।

Lok Sabha and Rajya Sabha Update: ১২ সাংসদের নিলম্বন ঘিরে উত্তাল সংসদ! ১২ টা পর্যন্ত মুলতুবি হল অধিবেশন
রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু (ফাইল ছবি)
Follow Us:
| Updated on: Dec 02, 2021 | 12:43 PM

দেশ: বৃহস্পতিবার শীতকালীন অধিবেশনের শুরুতেই বিরোধীদের প্রবল হট্টগোল। আর তার জেরে দুপুর ১২ টা পর্যন্ত মুলতুবি হয়ে গেল রাজ্যসভার অধিবেশন। অন্যদিকে গণতন্ত্র নেই এই অভিযোগ করে গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় বসেন কংগ্রেস সাংসরা। ১২ সাংসদের বরখাস্তের প্রতিবাদে সেই ধরনায় শামিল হতে দেখা যায় রাহুল গান্ধী, অধীর চৌধুরীদের। তাঁদের হাতে পোস্টারে লেখা, ‘গণতন্ত্র বাঁচান’।

রাজ্যসভার চেয়ারপার্সন এম বেঙ্কাইয়া নাইডু সংসদে ”অসদাচরণের” অভিযোগে ১২ জন সংসদ সদস্যকে বরখাস্ত করার কয়েক দিন পর বরখাস্ত হওয়া সাংসদদের একজন এলারাম করিমের মন্তব্য করেন যে, তিনি রাজ্যসভার চেয়ারম্যানের অবৈধ ও গণতন্ত্রবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাবেন।

এই আবহে অধিবেশনের শুরুতেই ছন্দপতন। বিরোধীদের দাবি, আলোচনার পরিসরই নেই লোকসভায়! এই প্রেক্ষিতে ১২টা পর্যন্ত মুলতুবি হয়ে যায় অধিবেশন।

এদিন লোকসভায় করোনাভাইরাস এবং নয়া স্ট্রেইন ওমিক্রন সম্পর্কিত বিভিন্ন আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে এই আলোচনার তাৎপর্যরপূর্ণ বলে মনে করেছে ওয়াকিবহাল মহল।

অন্যদিকে একই অবস্থা সংসদের উচ্চ কক্ষে। রাজ্যসভার চেয়ারপার্সন বেঙ্কাইয়া নাইডু এদিন বলেন, বিরোধী সাংসদরা তাঁদের আচরণের জন্য দুঃখপ্রকাশই করতে চান না। পাশাপাশি ১২ সাংসদের সাসপেনশনকে গণতন্ত্রবিরোধী বলা যায় না বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, “আমি হাউসের কাছে আবেদন জানাচ্ছি যাতে সংসদ সচল করা যায় তা নিশ্চিত করা হোক।”

এদিন  এদিন সংসদে ওমিক্রন নিয়ে আলোচনার জন্য মুলতুবি প্রস্তুাব দেন তৃণমূল সাংসদ সৌগত রায়। অর্থাৎ, এদিন আলোচনায় ওমিক্রনে গুরুত্ব দেওয়ার প্রস্তাব দেন তিনি। এর জন্য ৫০ সাংসদের সমর্থন লাগবে। সংসদ মান্যতা দিলে ওমিক্রন নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, বাদল অধিবেশনে বিশৃঙ্খলার শাস্তি হিসেবে ১২ জন সাংসদকে সমগ্র শীতকালীন অধিবেশ থেকে নিলম্বন করেন রাজ্যসভার চেয়ারম্যান। এর পরেই উত্তাপের আঁচে তপ্ত হয়ে ওঠে সংসদ। সরকারের বিরুদ্ধে তীব্র বিরোধিতায় সরব হন বিরোধী সাংসদরা। দফায় দফায় মুলতুবি হতে থাকে সংসদের উভয় কক্ষেরই অধিবেশন।

আরও পড়ুন: Omicron: আলোচনায় ওমিক্রন! লোকসভায় মুলতুবি প্রস্তাব তৃণমূল সাংসদ সৌগত রায়ের 

ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে