Ram Temple Inaguration Live Telecast: রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি কোথায়, কখন দেখা যাবে জানুন

Ram Temple Inaguration: অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশবাসীর উত্তেজনা তুঙ্গে। আবেগ-উত্তেজনার ঢেউ উপচে পড়েছে সুদূর ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অন্যান্য দেশগুলিতেও। ২২ জানুয়ারি মন্দির উদ্বোধনের মূল অনুষ্ঠান হলেও ১৬ জানুয়ারি থেকেই প্রাক-উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। এখন গোটা অযোধ্যায় চলছে উৎসবের আমেজ।

Ram Temple Inaguration Live Telecast: রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি কোথায়, কখন দেখা যাবে জানুন
অযোধ্যার রাম মন্দিরটি লোহা ও সিমেন্ট দিয়ে নয়, স্টিল ও পাথরের গাঁথুনিতে নির্মিত।
Follow Us:
| Updated on: Jan 18, 2024 | 9:38 PM

নয়া দিল্লি: রাম মন্দির উদ্বোধনের আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি। আগামী ২২ জানুয়ারি দেশ-বিদেশের কয়েক হাজার অতিথির উপস্থিতিতে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্দিষ্ট তিথি মেনে দুপুর ১২টা ২০ মিনিটে মূল অনুষ্ঠান শুরু হবে। সেদিন সাধারণ মানুষের রাম মন্দিরে প্রবেশের অনুমতি নেই। তবে ভার্চুয়ালি সকলকে এই অনুষ্ঠানে সামিল হওয়ার আবেদন জানিয়েছে রাম মন্দির ট্রাস্ট। বিভিন্ন টিভি চ্যানেল-সহ অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারিত হবে সেই অনুষ্ঠান।

কোন কোন চ্যানেলে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে, দেখে নেওয়া যাক একনজরে…

১) গোটা দেশে বড়-বড় রেল স্টেশনগুলিতে জায়ান্ট স্ক্রিনে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে। গোটা দেশে রেল স্টেশনগুলিতে অন্তত ৯০০০টি স্ক্রিনে এই অনুষ্ঠান রেলের তরফে সম্প্রচারিত করা হবে। রেলকর্মী ও যাত্রীদের জন্যই এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

২) রেলওয়ে ছাড়াও দূরদর্শনের ডিডি নিউড ও ডিডি ন্যাশনালের চ্যানেলগুলিতে সরাসরি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচারিত হবে।

৩) দূরদর্শন ছাড়াও অন্যান্য চ্যানেলের ইউ টিউবে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে।

৪) গেরুয়া শিবিরের তরফেও বিজেপি নেতা-কর্মীদের গোটা দেশে বিভিন্ন এলাকায় জায়ান্ট স্ক্রিন বসিয়ে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।

৫) নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারেও স্ক্রিনে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত করা হবে।

কখন থেকে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান দেখা যাবে?

আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার মূল অনুষ্ঠান শুরু হবে দুপুর ১২টা ২০ মিনিটে। তবে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে যাবে সকাল থেকেই। তাই বেলা ১১টা থেকে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে।

অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশবাসীর উত্তেজনা তুঙ্গে। আবেগ-উত্তেজনার ঢেউ উপচে পড়েছে সুদূর ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অন্যান্য দেশগুলিতেও। ২২ জানুয়ারি মন্দির উদ্বোধনের মূল অনুষ্ঠান হলেও ১৬ জানুয়ারি থেকেই প্রাক-উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। এখন গোটা অযোধ্যায় চলছে উৎসবের আমেজ। জনগণের আবেগের কথা বিবেচনা করে ২২ জানুয়ারি কেন্দ্রীয় সরকারের সমস্ত অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প-কারখানায় হাফ ডে ছুটিরও ঘোষণা করেছে নরেন্দ্র মোদীর সরকার।