AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mukesh Ambani: ফের দাদু হতে চলেছেন মুকেশ আম্বানি

মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানি ও বৌমা শ্লোকা আম্বানির কোলে আসতে চলেছে নতুন সদস্য।

Mukesh Ambani: ফের দাদু হতে চলেছেন মুকেশ আম্বানি
ছেলে ও পুত্রবধূর সঙ্গে মুকেশ আম্বানি।
| Edited By: | Updated on: Apr 02, 2023 | 5:43 PM
Share

মুম্বই: ফের দাদু হতে চলেছেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি (Mukesh Ambani)। এবার তাঁর ছেলে আকাশ আম্বানি (Akash Ambani) ও বৌমা শ্লোকা আম্বানির (Shloka Ambani) কোলে আসতে চলেছে নতুন সদস্য। সম্প্রতি মুম্বইয়ে নীতা মুকেশ আম্বানি সাংস্কৃতিক কেন্দ্রের (NMACC) উদ্বোধনী অনুষ্ঠানেই শ্লোকা আম্বানির বেবি বাম্পের (Baby Bump) ছবি প্রকাশ্যে এসেছে। বর্তমানে সেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ছবিটিতে ঠিক কী দেখা যাচ্ছে? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া শোলাঙ্কা আম্বানির ছবিটিতে দেখা যাচ্ছে, হলটার নেকলাইন ব্লাউজের সঙ্গে এমব্রয়ডারির কাজ করা একটি সুন্দর লেহেঙ্গা পরে রয়েছেন মুকেশ-পুত্রবধূ। সেই লেহেঙ্গার সঙ্গে মানানসই গয়না এবং হালকা মেকাপ করেছেন। তারকা মেকাপ আর্টিস্ট পুনিত বি সাইনির করে দেওয়া মেকাপে আরও সুন্দর হয়ে উঠেছেন শ্লোকা। লেহেঙ্গা পরা শ্লোকার এই ছবিতেই তাঁর বেবি বাম্প সুস্পষ্ট হয়ে উঠেছে।

মেকাপ আর্টিস্ট পুনিত বি. সাইনি-ই মুকেশ-পুত্রবধূর লেহেঙ্গা পরা বেবি বাম্পের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। কেবল ছবিতে বোঝানো নয়, ক্যাপশনেও শোলাঙ্কার মা হওয়ার কথা জানিয়ে তিনি লিখেছেন, “উজ্জ্বল ও সুন্দর…মা হতে হবে…আজকের NMACC.com অনুষ্ঠানের জন্য সবচেয়ে লাভলি শ্লোকা।”

মুকেশ-পুত্রবধূ শ্লোকা আম্বানি।

মুকেশ-পুত্রবধূর এই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসার পর ভাইরাল হতে সময় লাগেনি। ছবিটি পোস্ট হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ৬ হাজারের বেশি লাইক পড়েছে। কমেন্ট বক্সও ভরে উঠেছে নেটিজেনদের শুভেচ্ছাবার্তায়। আবার অনেকে মুকেশ-পুত্রবধূকে ‘গর্জিয়াস লুক’ বলে মন্তব্য করেছেন।

শ্লোকার একাকী ছবি ছাড়াও স্বামী আকাশ আম্বানি ও ধনকুবের শ্বশুরমশাই মুকেশ আম্বানির সঙ্গে মা হতে চলা শ্লোকার রেড কার্পেটের ছবি ও ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

শোলাঙ্কার মা হতে চলা অবশ্য এটাই প্রথম নয়। বর্তমানে তাঁর এবং আকাশের দু-বছরের ছেলে পৃথ্বী রয়েছে। ২০১৯ সালে আকাশ আম্বানির সঙ্গে গাঁটছড়া বাঁধেন শ্লোকা।

প্রসঙ্গত, গত বছর মেয়ের ঘরের দাদু হয়েছেন ধনকুবের মুকেশ আম্বানি। তাঁর মেয়ে ইশা আম্বানি যমজ সন্তানের মা হয়েছেন। এবার ছোট ছেলে আকাশ আম্বানির ঘরে আরও এক নতুন সদস্য আসতে চলায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া আম্বানি পরিবারে।