AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Republic Day Parade 2026: সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে ক্ষমতা প্রদর্শন ভারতের তিন সেনার!

Republic Day Parade: সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে আলাদা করে ভারতীয় নৌবাহিনীর ক্ষমতাও তুলে ধরা হয় এখানে। যেখানে উত্তর আরব সাগরে ভারতের আধিপত্য দেখায় আইএনএস বিক্রান্তের মতো এয়ারক্র্যাফট ক্যারিয়ার। এ ছাড়াও এদিন আকাশে দাপট দেখায় ভারতীয় বায়ু সেনা।

Republic Day Parade 2026: সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে ক্ষমতা প্রদর্শন ভারতের তিন সেনার!
ভারতের ক্ষমতা প্রদর্শন!
| Updated on: Jan 26, 2026 | 7:02 PM
Share

২০২৬ সালের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে একপ্রকার স্পষ্ট হয়ে গেল ভারতের সসামরিক শক্তি সম্পর্কে ধারণাটা। একই সঙ্গে স্পষ্ট হল ভারতের তিনি বাহিনীর একসঙ্গে কাজ করার ক্ষমতা কতটা এগিয়ে রয়েছে। শুরুতেই নৌবাহিনীর ব্যান্ড ও ট্যাবলোগুলোয় তুলে ধরা হয় ভারতের আধুনিক যুদ্ধের ক্ষমতা। একই সঙ্গে ট্যাবলোয় উঠে আসে অপারেশন সিঁদুরের ঘটনাও।

এ ছাড়াও সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে আলাদা করে ভারতীয় নৌবাহিনীর ক্ষমতাও তুলে ধরা হয় এখানে। যেখানে উত্তর আরব সাগরে ভারতের আধিপত্য দেখায় আইএনএস বিক্রান্তের মতো এয়ারক্র্যাফট ক্যারিয়ার। এ ছাড়াও এদিন আকাশে দাপট দেখায় ভারতীয় বায়ু সেনা। কর্তব্যপথের উপর দিয়ে ফ্লাইপাস্ট করে একাধিক যুদ্ধবিমান। এর মধ্যে ছিল রাফাল, সুখোই ৩০ এমকেআই ও মিগ ২৯-এর মতো যুদ্ধবিমান।

এদিনের কুচকাওয়াজে আলাদা মর্যাদা পায় ভারতের প্রাক্তন সেনাদের ট্যাবলোও। পাশাপাশি তিনি বাহিনীর যৌথ ট্যাবলোতে সেনা, নৌবাহিনী ও বিমানবাহিনীর একত্রিত শক্তির পরিচয়ও দেওয়া হয়।

সবার শেষে চমক হিসাবে ছিল ডিআরডিওর তৈরি লং রেঞ্জ অ্যান্টি শিপ মিসাইল। জানা যায়, এই হাইপারসনিক মিসাইল ১ হাজার ৫০০ কিলোমিটার দূরের জাহাজেও আঘাত হানতে সক্ষম। বর্তমানে এই মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে। এখন অপেক্ষা নৌবাহিনীতে কবে এই মিসাইলের অন্তর্ভুক্তি হয়।