Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

J&K Terror Attack: ফের উপত্যকায় জঙ্গি হামলা, আজান চলাকালীন অবসরপ্রাপ্ত পুলিশকর্মীর বুক ফুঁড়ে দিল গুলি

Terror Attack: নিহত ব্যক্তির নাম মহম্মদ সাফি। তিনি অবসরপ্রাপ্ত পুলিশকর্মী। রবিবার সকালে শেরি বারামুল্লার কাছে গান্তমুল্লায় একটি মসজিদে নমাজ পড়তে গিয়েছিলেন। আজান চলাকালীন তাঁকে লক্ষ্য করে গুলি করে জঙ্গিরা। মসজিদেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি।

J&K Terror Attack: ফের উপত্যকায় জঙ্গি হামলা, আজান চলাকালীন অবসরপ্রাপ্ত পুলিশকর্মীর বুক ফুঁড়ে দিল গুলি
হামলার পরই ঘিরে ফেলা হয়েছে এলাকা।Image Credit source: Twitter
Follow Us:
| Updated on: Dec 24, 2023 | 10:01 AM

শ্রীনগর: আবারও উপত্যকায় জঙ্গি হামলা (Terror Attack)। এবার জঙ্গিদের নিশানায় অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার (Retired Police Officer)। রবিবার সাতসকালেই জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) বারামুল্লায় হামলা চালায় জঙ্গিরা। মসজিদে আজান চলাকালীনই জঙ্গিরা হামলা চালায়। গুলিবিদ্ধ হন অবসরপ্রাপ্ত পুলিশকর্মী। জঙ্গি হামলার পরই গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ব্যক্তির নাম মহম্মদ সাফি। তিনি অবসরপ্রাপ্ত পুলিশকর্মী। রবিবার সকালে শেরি বারামুল্লার কাছে গান্তমুল্লায় একটি মসজিদে নমাজ পড়তে গিয়েছিলেন। আজান চলাকালীন তাঁকে লক্ষ্য করে গুলি করে জঙ্গিরা। মসজিদেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলেও, গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তপাতের কারণে তাঁর মৃত্যু হয়।

জঙ্গি হামলার খবর পেয়েই বারামুল্লার ওই এলাকা ঘিরে ফেলে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

প্রসঙ্গত, গত, ২১ ডিসেম্বর জম্মু-কাশ্মীরের পুঞ্চে সেনা ট্রাকে হামলা চালায় জঙ্গিরা।  পুঞ্চের সুরানকোটে ডেরা কি গোলি জঙ্গল দিয়ে যাওয়ার সময় সেনা ট্রাকে অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। গুলির লড়াইয়ে চার জওয়ানের মৃত্যু হয়, গুরুতর আহত হন ৩ জন। টানা দুইদিন ধরে সেনা-জঙ্গির মধ্যে গুলির লড়াই চলে।