Revanth Reddy: ১১ মন্ত্রীকে নিয়ে শপথ নিলেন রেবন্ত রেড্ডি, সহযোগিতার বার্তা মোদীর

Revanth Reddy takes oath: তেলঙ্গানার দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন কংগ্রেস নেতা রেবন্ত রেড্ডি। সঙ্গে আরও ১১ জন মন্ত্রী হিসেবে শপথ নিলেন। প্রধানমন্ত্রী মোদী টুইট করে সরকারকে সম্ভাব্য সকল সহায়তা প্রদানের আশ্বাস দিলেন।

Revanth Reddy: ১১ মন্ত্রীকে নিয়ে শপথ নিলেন রেবন্ত রেড্ডি, সহযোগিতার বার্তা মোদীর
শপথ গ্রহণের পর রেবন্ত রেড্ডিImage Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Dec 07, 2023 | 2:33 PM

হায়দরাবাদ: বৃহস্পতিবার (৭ ডিসেম্বর), তেলঙ্গানার দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন কংগ্রেস নেতা রেবন্ত রেড্ডি। হায়দরাবাদের এলবি স্টেডিয়ামে একটি জমকালো অনুষ্ঠানে শপথ গ্রহণ করলেন তিনি। তাঁর সঙ্গে মন্ত্রী হিসেবে শপথখ নিলেন আরও এগারোজন। আর মুখ্যমন্ত্রীর দৌড়ে থাকা কংগ্রেসের দলিত নেতা মাল্লু ভাট্টি বিক্রমার্কাকে করা হল উপমুখ্যমন্ত্রী। এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী, সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী বঢরা এবং বিভিন্ন রাজ্যের কংগ্রেস সভাপতিরা। বিধানসভার অধ্যক্ষ হচ্ছেন কংগ্রেসের গদ্দাম প্রসাদ কুমার। নয়া সরকার গঠনের পরই প্রধানমন্ত্রী মোদী টুইট করে সরকারকে সম্ভাব্য সকল সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে, তেলুগু ভাষায় তিনি লেখেন, “তেলঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য শ্রী রেবন্ত রেড্ডি গারুকে অভিনন্দন। আমি রাজ্যের অগ্রগতি এবং রাজ্যের নাগরিকদের কল্যাণের জন্য সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিচ্ছি।”

তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে মঙ্গলবারই সিদ্ধান্ত নিয়েছিল কংগ্রেস হাইকমান্ড। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন দলিত নেতা মাল্লু ভাট্টি বিক্রমার্কা। বিদায়ী বিধানসভার তিনি বিরোধী দলনেতার পুদে ছিলেন। তাঁর জেলা খাম্মামের ১২টি আসনের মধ্যে ১১টি আসন জিতেছে কংগ্রেস। দলের প্রচারের জন্য নির্বাচনের আগে চার মাস ধরে তিনি রাজ্য জুড়ে প্রায় ১,৩৭০ কিলোমিটার পদযাত্রা করেছিলেন। তাই সব দিক থেকেই মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা ছিল তাঁর। মুখ্যমন্ত্রী হতে চাই বলে প্রকাশ্যে জানিয়েছিলেনও। শেষ পর্যন্ত তাঁকে রেবন্ত রেড্ডির ডেপুটির পদ দেওয়া হল।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মল্লিকার্জুন খাড়্গে ও গান্ধী পরিবার

মুখ্যমন্ত্রীর দৌড়ে থাকা তৃতীয় ব্যক্তি হলেন উত্তম কুমার রেড্ডি। লোকসভা বিধানসভা মিলিয়ে সাতবারের নির্বাচনে জয় পেয়েছেন। রেবন্ত রেড্ডির আগে, ২০২১ সাল পর্যন্ত তিনিই ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনিও এদিন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আশা করা হচ্ছে, তাঁকে বেশ গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হবে। এছাড়া এদিন মন্ত্রী হিসেবে শপথ নিলেন, শ্রীধর বাবু, পোনম প্রভাকর, কোমাতিরেড্ডি বেঙ্কট রেড্ডি, দামোদর রাজা নরসীমা, পঙ্গুলেতি শ্রীনিবাস রেড্ডি, দানা অনসূয়া, থুম্মালা নাগেশ্বর রাও, কোন্ডা সুরেখা এবং জুপাল্লি কৃষ্ণা রাও। মন্ত্রিসভায় নতুনদের পাশাপাশি পুরোনো নেতাদেরও জায়গা দেওয়া হয়েছে। সেই সঙ্গে তেলঙ্গানার সকল এলাকা ও সম্প্রদায়ের প্রতিনিধিত্ব রাখা হয়েছে।