নৃশংস ঘটনা! মহিলা পায়ের পাতা কেটে নূপুর চুরি করে পালাল চোর
Murder Case, পুলিশ সূত্রে খবর, ছিনতাইয়ের উদ্দেশ্য নিয়ে চোর মহিলার পায়ের পায়ের পাতা কেটে রুপোর নূপুর ছিনতাই করে নিয়ে গিয়েছে, কারণ ঘটনার সময় ওই মহিলা পায়ে রুপোর নূপুর পরেছিলেন।
রাজস্থান: অপরাধের মানসকিতা থেকে কখনও মানবিকতাও হারিয়ে যায়। সোমবার রাজস্থানের রাজসামন্দ জেলায় ঘটেছে এক নৃশংস ঘটনা। চারভুজা থানা এলাকায় ৪৫ বছর বয়সী মহিলার দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত দেহ উদ্ধারের পর পুলিশ দেখেছে সেই মহিলা পায়ের পাতা কাটা রয়েছে।
পুলিশ সূত্রে খবর, ছিনতাইয়ের উদ্দেশ্য নিয়ে চোর মহিলার পায়ের পায়ের পাতা কেটে রুপোর নূপুর ছিনতাই করে নিয়ে গিয়েছে, কারণ ঘটনার সময় ওই মহিলা পায়ে রুপোর নূপুর পরেছিলেন। ছিনতাইয়ের পরে মহিলার ঘাড়ে আঘাত করে আততীয়, সেই কারণেই মহিলার মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। জানা গিয়েছে, মৃত মহিলার নাম, কাঙ্কুবাই।
সূত্রের খবর, সোমবার নিজের স্বামীর জন্য খাবার নিয়ে বাড়ি থেকে বের হন ওই মহিলা। তার স্বামী জমিতে চাষের কাজ করছিলেন। জানা গিয়েছে খাবার নিয়ে ওই মহিলা স্বামীর কাছে পৌঁছাননি। পথে ছিনাতাই করার লক্ষ্যে পথে ওই মহিলাকে হত্যা করা হয়। এরপর মৃতার স্বামী বাড়ি ফিরে এসে যখন কাঙ্কুবাইয়ের খোঁজ করেন, তখন তাদের সন্তানরা জানায় সকালেই সে তাঁর জন্য খাবার নিয়ে বাড়ি থেকে রওনা হয়েছিলেন। মহিলার স্বামী ও তাঁর পরিবারে সদস্যরা রাত অবধি মহিলার খোঁজ করেও তাঁকে পাননি। এরপরেই চারভুজা থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করে পরিবার। রাজসামন্ড জেলার পুলিশ সুপার জানিয়েছেন, খুনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে আটক করা হচ্ছে দ্রুত তাঁকে গ্রেফতার করা হবে।
কয়েকদিন আগেও রাজস্থানে একই ধরনের ঘটনা ঘটেছিল। জয়পুরের এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয় সেখানেও তাঁর পাল কাটা অবস্থায় ছিল এবং পায়ের নূপুর ছিনতাই করা হয়েছিল। ওই মহিলা গবাদি পশুদের খাদ্য জোগাড় করতে গিয়েছিলেন, সেখানেই তাঁকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল।