লকডাউন রুখতে অন্য পন্থা, বাজারে ঢুকতে হলেই কাটতে হবে ৫ টাকার টিকিট

৩০ মার্চ স্রেফ একদিনে মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছিলেন ২৭ হাজার ৯১৮ জন। মৃত্যু হয়েছিল ১৩৯ জনের।

লকডাউন রুখতে অন্য পন্থা, বাজারে ঢুকতে হলেই কাটতে হবে ৫ টাকার টিকিট
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Mar 31, 2021 | 12:34 PM

নাসিক: দেশে হু হু করে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। ইতিমধ্যেই করোনার কবলে দেশে প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ৬২ হাজার ৪৬৮ জন। ভ্যাকসিন আসার কয়েক মাস আগে থেকেই দেশে করোনা গ্রাফ নিম্নমুখী হয়েছিল। কিন্তু তারপর হঠাৎ করে ফের মাথাচাড়া দিয়ে ওঠে করোনা। এরপর গত কয়েক সপ্তাহ ধরে ফের বাড়তে শুরু করে করোনা আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। আর সংক্রমণের শীর্ষে রয়েছে ঠাকরের মহারাষ্ট্র। সে রাজ্যে করোনা পরিস্থিতি ভয়বাহ রূপ নিচ্ছে। সেই আবহে লকডাউন না করে করোনা নিয়ন্ত্রণে আনতে অভিনব পদ্ধতি আনার কথা ভাবছে নাসিক পুলিশ।

নাসিক পুলিশ কমিশনারেট দীপক পান্ডে জানিয়েছেন, সে শহরে করোনা সংক্রমণ রুখতে বাজারে টিকিটের ব্যবস্থা করতে চলেছেন তাঁরা। এই পদ্ধতিতে প্রত্যেক ব্যক্তিকে বাজারে ঢুকতে গেলে এক ঘণ্টার জন্য ৫ টাকা দিয়ে টিকিট কাটতে হবে। দীপক পান্ডের মতে, এই পদ্ধতিতে হাঁটলে শহরে লকডাউন না করেই করোনা সংক্রমণ রোখা সম্ভব হবে।

৩০ মার্চ স্রেফ একদিনে মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছিলেন ২৭ হাজার ৯১৮ জন। মৃত্যু হয়েছিল ১৩৯ জনের। বাড়তি এই করোনার ভয়াবহ রূপকে রুখতে বারাবার সে রাজ্যের সরকার সকলকে করোনা পরীক্ষা করার জন্য অনুরোধ করছে। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে সে রাজ্যের সকলকে করোনা পরীক্ষা করার আর্জি জানিয়েছেন। তিনি বলেন, “আইসিইউ ও অক্সিজেন-যুক্ত বেডগুলি তাড়াতাড়ি ভরে যাচ্ছে। রোগীদের হাসপাতালে আসতে হচ্ছে কারণ তাঁদের করোনা পরীক্ষায় দেরি হয়ে যাচ্ছে। তাই আমি সকলকে শীঘ্রই করোনা পরীক্ষা করানোর আর্জি জানাচ্ছি।”

মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মলিক আগেই জানিয়েছিলেন, রাজ্য লকডাউন করার পরিস্থিতিতে নেই। তবে তিনি এ-ও জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে লকডাউনের সব প্রস্তুতিই শেষ করে রেখেছে মহারাষ্ট্র।

আরও পড়ুন: অস্ত্রোপচারের পর সুস্থ রয়েছেন শরদ পাওয়ার, সকালে পড়লেন সংবাদপত্রও