AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RSS: কঠিন সময়ে ঐক্য বজায় রাখতে হবে, বার্তা আরএসএসের

RSS: মৃতদের পরিবারের প্রতি সমবেদনাও প্রকাশ করেছে। পাকিস্তানের হামলাকে অমানবিক আখ্যা দেওয়া হয়েছে আরএসএস-এর তরফে।

RSS: কঠিন সময়ে ঐক্য বজায় রাখতে হবে, বার্তা আরএসএসের
মোহন ভাগবতImage Credit: TV9 Bangla
| Updated on: May 09, 2025 | 2:52 PM
Share

নয়া দিল্লি: ভারতের সামরিক অভিযানের জন্য সেনাবাহিনীকে অভিনন্দন জানাল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)। ‘অপারেশন সিঁদুর’ অভিযানে যেভাবে পাকিস্তানকে জবাব দেওয়া হয়েছে, যেভাবে নিকেশ করা হয়েছে পাক জঙ্গিদের, তাতে প্রতিক্রিয়া দিতে গিয়ে আরএসএস বলছে, পহেলগাঁওতে নিরস্ত্র, নিরপরাধ মানুষের উপর কাপুরুষের মতো হামলা চালানো হয়েছিল। এই অভিযানে তার যথাযথ জবাব দেওয়া হয়েছে।

আরএসএস মনে করছে, হিন্দু পর্যটকদের নিধন করে পাকিস্তান যে পরিচয় দিয়েছিল, এই অভিযানে তার ন্যায়বিচার মিলেছে। গোটা দেশের আত্মসম্মান রক্ষা হয়েছে বলেও মন্তব্য করেছে আরএসএস। দেশের নিরাপত্তা রক্ষার জন্য জঙ্গিডেরায় এভাবে আঘাত করা দরকার ছিল বলে মনে করছে তারা।

এই অশান্তির আবহে গোটা দেশ যাতে সরকারের পাশে থাকে, সেই বার্তা দিয়েছে আরএসএস। যেভাবে পাকিস্তান ধর্মীয় স্থানে ও সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে, তার নিন্দা করেছে আরএসএস। একইসঙ্গে মৃতদের পরিবারের প্রতি সমবেদনাও প্রকাশ করেছে। পাকিস্তানের হামলাকে অমানবিক আখ্যা দেওয়া হয়েছে আরএসএস-এর তরফে।

একইসঙ্গে বার্তা দেওয়া হয়েছে যাতে, কোনও দেশবিরোধী শক্তি সামাজিক ঐক্য ও সম্প্রীতি নষ্ট করতে না পারে। আরএসএস প্রধান মোহন ভাগবত বলছেন, ‘প্রত্যেক দেশবাসীকে দেশভক্তি প্রদর্শন করতে হবে। সর্বশক্তি দিয়ে জাতীয় নিরাপত্তা ও ঐক্য বজায় রাখতে হবে।’