RSS meeting: কাল থেকে পুণেতে আরএসএসের বৈঠক, যোগ দিচ্ছেন জেপি নাড্ডাও
RSS coordination meeting in Pune: ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর, পুনেতে তিন দিন ধরে চলবে আরএসএস -এর অখিল ভারতীয় সমন্বয় কমিটির বৈঠক। বৈঠকে অংশ নেবেন সংঘ প্রধান মোহন ভাগবত, বিজেপির জাতীয় সভাপতি জেপি নড্ডা প্রমুখ। বৈঠকে রাম মন্দির-সহ দেশ ও সমাজের আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন সংঘ কর্তারা।
বুধবার (১৩ সেপ্টেম্বর), এই সমন্বয় সভা নিয়ে এক সাংবাদিক বৈঠক করেন সুনীল আম্বেকর। তিনি জানিয়েছেন, পুনের স্যার পরশুরামভাউ কলেজ ক্যাম্পাসে এই সভা অনুষ্ঠিত হবে। বহু বছর সমাজসেবার কাজে নিযুক্ত রয়েছে সংঘ। সংঘের স্বেচ্ছাসেবকরা তাদের নিজ নিজ শাখার কাজের মাধ্যমে নিরন্তর দেশের সেবা করে চলেছেন। মজুদার সংঘ, এবিভিপি, সংস্কার ভারতী, কিষাণ সংঘ, বনবাসী আশ্রম-সহ সংঘের আওতাধীন সকল সংগঠনগুলির সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য পদাধিকারীরা এই বৈঠকে অংশ নেবেন। সকল শাখার কর্তাব্যক্তিরা সমাজ জীবনে তাঁদের কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নেবেন। নিজ নিজ সাংগঠনিক এলাকায় কারা কী কাজ করেছে, ভবিষ্যতের জন্য কী কর্ম পরিকল্পনা তৈরি করেছে, সব নিয়ে আলোচনা হবে।
আসন্ন বৈঠকে মহিলাদের ক্ষমতায়ন এবং সামাজিক জীবনে তাদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও আলোচনা করা হবে বলে জানিয়েছেন সুনীল আম্বেকর। ভারতীয় দৃষ্টিকোণ থেকে মহিলাদের দেখা-সহ মহিলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। তিনি আরও জানিয়েছেন, দেশের ধর্ম, সংস্কৃতি, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কিত অনেক বিষয় উঠে আসবে তিনদিনের বৈঠকে। ভিন্ন মত নিয়ে সত্য ও তথ্যের ভিত্তিতে আলোচনা হবে। আলোচনা হবে পরিবেশ রক্ষার বিষয়েও। তবে, এই বৈঠকে শুধু আলোচনাই হবে, কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। সিদ্ধান্ত গ্রহণ করা হবে আগামী নভেম্বর মাসে, গুজরাটের ভুজে আরএসএস-এর কার্যনির্বাহী সভায়।