AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Duologue with Barun Das: TV9 নেটওয়ার্কের এমডি-সিইও বরুণ দাসের মুখোমুখি সদগুরু, উঠে এল আধ্যাত্মিকতার বিভিন্ন আঙ্গিক

Sadhguru in Duologue with Barun Das: আধ্যাত্মিকতা প্রসঙ্গে কী ভাবছেন সদগুরু? গোটা সাক্ষাৎকারটি আপনি দেখতে পাবেন নিউজ় ৯ প্লাসে।

Duologue with Barun Das: TV9 নেটওয়ার্কের এমডি-সিইও বরুণ দাসের মুখোমুখি সদগুরু, উঠে এল আধ্যাত্মিকতার বিভিন্ন আঙ্গিক
টিভি নাইন নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাসের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সদগুরু
| Edited By: | Updated on: Feb 18, 2023 | 5:01 PM
Share

কলকাতা: টিভি নাইন নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাসের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে (Duologue with Barun Das) ইশা ফাউন্ডেশনের (Isha Foundation) প্রতিষ্ঠাতা সদগুরু জগ্গি বাসুদেব (Sadhguru)। কথা বললেন আধ্যাত্মিকতার বিভিন্ন আঙ্গিক নিয়ে। বর্তমান কালে যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ‘গুরু’র কথা শোনা যায়, তখন বিষয়টিকে কীভাবে দেখেন সদগুরু? হাসতে হাসতে বললেন, তিনি শুধু বোঝেন ‘গুরু’ হল ইংরেজিতে চার অক্ষরের একটি শব্দ। আর তিনি হলেন সদগুরু, ইংরেজিতে আট অক্ষরের শব্দ। এভাবেই ব্যাখ্যা দিলেন তিনি। তাঁর কথায় সদগুরু হল একটি ‘ডেসক্রিপশন’, কোনও উপাধি নয়। আধ্যাত্মিকতা নিয়ে তাঁর ভাবনার এমন বিভিন্ন আঙ্গিক সদগুরু তুলে ধরলেন টিভি নাইন নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাসের সঙ্গে একান্ত আলাপচারিতায়।

আধ্যাত্মিকতা প্রসঙ্গে কী ভাবছেন সদগুরু? গোটা সাক্ষাৎকারটি আপনি দেখতে পাবেন নিউজ় ৯ প্লাসে  (http://news9plus.onelink.me/gGJb/szjfzwft)।

নিউজ় ৯ প্লাস হল বিশ্বের প্রথম খবরের ওটিটি প্লাটফর্ম। গুগল প্লে স্টোর ও অ্যাপলের অ্যাপ স্টোর দুই জায়গাতেই আপনি এই অ্যাপটি পাবেন। সদগুরুর সঙ্গে টিভি নাইন নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাসের ডুয়োলগের সম্পূর্ণটি আপনি এই ওটিটি প্লাটফর্মে পেয়ে যাবেন। আধ্যাত্মিকতা নিয়ে সদগুরুর ভাবনা, তাঁর জীবনদর্শনের বিভিন্ন দিক উঠে এল আলোচনায়। সেই সব আপনি দেখতে পাবেন নিউজ় ৯ প্লাসে। এছাড়াও আরও অনেক স্বনামধন্য ব্যক্তিত্বদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারও আপনি পেয়ে যাবেন এখানে।