Saif Ali Khan Attacked: ঘরে ঢুকে এলোপাথাড়ি কোপ, বাড়িতেই ভয়ঙ্কর হামলা সইফ আলি খানের উপরে
Saif Ali Khan: নিজের বাড়িতেই ছুরি দিয়ে হামলা হয় তাঁর উপর। পেটে ছুরির আঘাত লাগে। বর্তমানে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি সইফ। তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।
মুম্বই: বলিউড অভিনেতা সইফ আলি খানের উপরে হামলা। নিজের বাড়িতেই ছুরি দিয়ে হামলা হয় তাঁর উপর। পেটে ছুরির আঘাত লাগে। বর্তমানে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি সইফ। তাঁর অস্ত্রোপচার হচ্ছে বলেই জানা গিয়েছে।
জানা গিয়েছে, সইফ আলি খানের উপরে বুধবার রাতে হামলা করে এক চোর। রাত আড়াইটে নাগাদ চোর বাড়িতে ঢোকে। আলমারি খুলে চুরি করছিল, এমন সময় শব্দ হয়। তাতে জেগে যান পরিচারকরা। তারা চিৎকার করলে চোর পালানোর চেষ্টা করে।
সেই সময়ই ঘর থেকে বেরিয়ে আসেন সইফ। চোরের সঙ্গে মুখোমুখি হয়ে যান তিনি। ভয় পেয়েই চোর সইফের উপরে হামলা করে। তাঁকে ছুরি মেরে পালায়। জানা গিয়েছে, ছয়বার ছুরির কোপ মারা হয় সইফকে।
সঙ্গে সঙ্গেই রক্তাক্ত অবস্থায় পতৌদির নবাবকে উদ্ধার করে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন সইফ। বর্তমানে অস্ত্রোপচার করা হচ্ছে।
লীলাবতী হাসপাতালের সিওও ডঃ নীরজ উত্তামানি জানিয়েছেন, রাত সাড়ে তিনটে নাগাদ সইফ আলি খানকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর শরীরে ৬টি ছুরির আঘাত রয়েছে। এর মধ্য়ে দুটি ক্ষত গভীর। শিরদাঁড়ার পাশে একটি আঘাত রয়েছে। নিউরোসার্জন ডঃ নিতিন দাঙ্গে, কসমেটিক সার্জন ডঃ লীনা জৈন ও অ্যানেস্থেসিওলজিস্ট ডঃ নিশা গান্ধী অস্ত্রোপচার করছেন।
এদিকে, গোটা ঘটনায় প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়ে। কী করে একজন সেলিব্রেটির বাড়িতে মধ্য রাতে চোর ঢুকে পড়ল এবং বলিউড অভিনেতার উপরেই ছুরি দিয়ে হামলা চালাল, তা নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ জানানো হয়েছে। তারা চোরের খোঁজে তল্লাশি শুরু করেছে। আশেপাশের বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পরিচারকদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রসঙ্গত, মুম্বইয়ের বান্দ্রার এই ফ্ল্যাটে করিনা ও দুই পুত্র-তৈমুর ও জাহাঙ্গিরকে নিয়ে থাকেন সইফ আলি খান।