MP Salary Hike: একলাফে ২৪,০০০ টাকা করে বেতন বাড়ল সাংসদদের, বাড়ল পেনশনও
Salary Hike: প্রায় ৭ বছর আগে কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছিল, মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে সাংসদদের বেতন বৃদ্ধি করা হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী বেতন বৃদ্ধি করা হল।

নয়া দিল্লি: বেতন বাড়ল সাংসদদের। সেই সঙ্গে বাড়ল পেনশন ও দৈনিক ভাতাও। সোমবার সেই সিদ্ধান্তে শিলমোহর দিল কেন্দ্রীয় সরকার। সাত বছর পর বাড়ানো হল বেতন। অতিরিক্ত পেনশনও পরিবর্তন করা হয়েছে। মূল্য়বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য় রেখে সাংসদদের বেতন বৃদ্ধি করা হবে বলে ২০১৮ সালে সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। এবার সেই সিদ্ধান্ত অনুযায়ী বেতন বৃদ্ধি করা হল।
সোমবার বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও এই বর্ধিত বেতন কার্যকর হবে ২০২৩ সালের ১ এপ্রিল থেকে। অর্থাৎ ওই সময় থেকে যা বর্ধিত বেতন পাওয়ার কথা, তা এরিয়ার হিসেবে দিয়ে দেওয়া হবে সাংসদদের। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই পরিবর্তন সাংসদদের বেতন, ভাতা ও পেনশন আইন, ১৯৫৪ অনুযায়ী করা হয়েছে। আয়কর আইন, ১৯৬১-তে উল্লিখিত মূল্য সূচকের (Cost Inflation Index) ভিত্তিতে প্রয়োগ করা হয়েছে।
কত হল বেতন?
বর্তমানে সাংসদদের মাসিক বেতন ১,০০,০০০ টাকা। সেটা বাড়িয়ে করা হল ১,২৪,০০০ করা হয়েছে।
বর্তমানে সাংসদদের দৈনিক ভাতা ২,০০০ টাকা করে। সেটা বাড়িয়ে ২,৫০০ টাকা করা হয়েছে।
বর্তমান ও প্রাক্তন সাংসদদের মাসিক পেনশন ২৫,০০০ টাকা। সেটা এবার বাড়িয়ে ৩১,০০০ টাকা করা হয়েছে।
প্রাক্তন সাংসদদের অতিরিক্ত পেনশনও (পাঁচ বছরের বেশি সাংসদ থাকলে যে টাকা দেওয়া হয়) বাড়ানো হয়েছে। প্রতি বছর অতিরিক্ত পেনশন ২,০০০ থেকে বাড়িয়ে ২,৫০০ করা হল।





