Akhilesh Yadav: ‘ইন্ডিয়া জোটে যারা নিজেদের মধ্য লড়ছেন, তারা…’ আপ-কংগ্রেস কাজিয়া নিয়ে মুখ খুললেন অখিলেশ

INDIA Bloc: সপা প্রধান অখিলেশ যাদব বলেন, "উত্তর প্রদেশের মানুষ বিজেপিকে ক্ষমতাচ্যুত করার সিদ্ধান্ত স্থির করে নিয়েছেন। ইন্ডিয়া জোট যেভাবে নিজেদের পরিকল্পনা তৈরি করছে, তাতে আশা করছি দেশের মানুষও বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে।"

Akhilesh Yadav: 'ইন্ডিয়া জোটে যারা নিজেদের মধ্য লড়ছেন, তারা...' আপ-কংগ্রেস কাজিয়া নিয়ে মুখ খুললেন অখিলেশ
অখিলেশ যাদব।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 02, 2023 | 9:06 AM

নয়ডা: কেন্দ্রে একজোট ২৮টি বিরোধী দল (Opposition Parties)। এদিকে রাজ্যে রাজ্যে বিরোধ বাড়ছে ক্রমশ। কোথাও কংগ্রেস-তৃণমূল কংগ্রেসের বিরোধ, কোথাও আবার আম আদমি পার্টির সঙ্গে কাজিয়া কংগ্রেসের (Congress)। ইন্ডিয়া-র অন্দরে এই বিরোধের জেরে লোকসভা নির্বাচন অবধি জোট টিকবে কি না, তা নিয়েই সংশয় তৈরি হয়েছে। এবার জোটের অন্দরের বিরোধ নিয়ে মুখ খুললেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhliesh Yadav)। তিনি বললেন, “ইন্ডিয়া জোট নিশ্চয়ই বিরোধ মেটানোর কোনও পথ খুঁজে নেবে।”

রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সপা প্রধান অখিলেশ যাদব বলেন, “উত্তর প্রদেশের মানুষ বিজেপিকে ক্ষমতাচ্যুত করার সিদ্ধান্ত স্থির করে নিয়েছেন। ইন্ডিয়া জোট যেভাবে নিজেদের পরিকল্পনা তৈরি করছে, তাতে আশা করছি দেশের মানুষও বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে। বিশেষ করে উত্তর প্রদেশের মানুষ তো এই সিদ্ধান্ত নিয়েছেনই। ঘোসি উপনির্বাচনে বিজেপিকে ৫০ হাজার ভোটে হারিয়ে দিয়েছে সাধারণ মানুষ।”

গোড়া থেকেই ইন্ডিয়া জোটের শরিক দলগুলির মধ্যে বিরোধ থাকলেও সম্প্রতি তা কয়েকটি রাজ্যে স্পষ্ট হয়েছে। বিশেষ করে পঞ্জাবে আম আদমি পার্টি ও কংগ্রেসের মধ্যে দ্বন্দ্ব চরমে উঠেছে। এই বিষয় নিয়ে অখিলেশ যাদবকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমরা নিশ্চয়ই কোনও উপায় খুঁজে বের করব… সমস্ত রাজ্যেই যেখানে দলগুলি একে অপরের বিরোধিতা করছেন, তারা সকলেই চান বিজেপিকে হারাতে…মধ্য প্রদেশে বিজেপিকে হারাতে সাহায্য করবে সমাজবাদী পার্টি…সপা বিজেপিকে হারাবনোর লক্ষ্যে কাজ করবে…”।