Mock Drills: ঘুরবে সেনা, বাজবে সাইরেন! দ্বিতীয় দফার মহড়ার দিনক্ষণ ঘোষণা কেন্দ্রের
India Pakistan Tensions: কিছু সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পাকিস্তান সীমান্তবর্তী রাজ্য়গুলিতে সামরিক কিংবা অসামরিক মহড়া এবার থেকে 'নিউ নর্ম্য়াল'। প্রতি মাসেই কেন্দ্রের তরফে এই ড্রিলের ব্যবস্থা করা হতে পারে।

নয়াদিল্লি: পাকিস্তান ঘেঁষা রাজ্যগুলিতে নামবে সেনা, চলবে মহড়া। সংঘর্ষ মিটেছে। বিরতি চলছে। দুই দেশ তোপ-বন্দুক ছেড়ে মৌখিক-বাণই বেশি ছুড়ছে। আর এই আবহে আবার মহড়ার ডাক দিল নয়াদিল্লি।
স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, আগামী ৩১ মে দেশে দ্বিতীয়বারের জন্য হতে চলেছে মক ড্রিল বা অসামরিক মহড়া। তাতে যোগ দেবে সেনা ও জনগণ। শেখানো হবে, সংঘর্ষের সময়ে কীভাবে সুরক্ষিত থাকতে হয় দেশবাসীকে। শেষবার এই মক ড্রিলের ঘোষণা করা হয়েছিল ৭ই মে। কিন্তু সেদিন পাকিস্তানের উপর ভারত প্রত্যাঘাত চালানোর কারণে একাধিক রাজ্যেই তা হয়ে উঠতে পারেনি। এবার দ্বিতীয় দফায় ফের একবার সেই মক ড্রিলের নির্দেশ শাহী-দফতরের।
জানা গিয়েছে, শনিবার গুজরাত, জম্মু ও কাশ্মীর, রাজস্থান, হরিয়ানা, ছত্তীসগঢ় এবং পঞ্জাবে চলবে এই মক ড্রিল। বলে রাখা ভাল, এই মহড়াকে ‘অপারেশন শিল্ডের’ নাম দিয়েছে নয়াদিল্লি। কিছু সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পাকিস্তান সীমান্তবর্তী রাজ্য়গুলিতে সামরিক কিংবা অসামরিক মহড়া এবার থেকে ‘নিউ নর্ম্য়াল’। প্রতি মাসেই কেন্দ্রের তরফে এই ড্রিলের ব্যবস্থা করা হতে পারে।
প্রসঙ্গত, এই অসামরিক মহড়া হওয়ার কথা ছিল আজ অর্থাৎ বৃহস্পতিবার। কিন্তু বেশ কিছু নতুন বিষয় যুক্ত করার কারণে মক ড্রিলের দিনক্ষণ পিছিয়ে দেয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেই সূত্র ধরেই আগামী ৩১ তারিখ রয়েছে পরবর্তী মহড়ার সূচি। এই প্রসঙ্গে মন্ত্রক তরফে একটি বিবৃতিও জারি করা হয়েছে। সেই বিবৃতি অনুযায়ী, ড্রিলের সময় সচেতন থাকতে হবে স্থানীয় বাসিন্দাদের। যখন-তখন হয়ে যাবে ব্ল্যাকআউট, বাজানো হবে এয়ার সাইরেন, রাস্তায় নামবে সেনা।

