Doda Accident: অন্তত ৩৬ জনের মৃত্যুর শঙ্কা! জম্মুর ডোডায় গভীর খাদে পড়ল বাস
Doda Accident: ডোডা থেকে ১৫ কিলোমিটার দূরে রাগিনালা অসর এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। ডোডার পুলিশ সুপার-সহ স্থানীয় পুলিশ কর্তারা ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। সেনার উদ্ধারকারী দলকেও খবর দেওয়া হয়েছে।
![Doda Accident: অন্তত ৩৬ জনের মৃত্যুর শঙ্কা! জম্মুর ডোডায় গভীর খাদে পড়ল বাস Doda Accident: অন্তত ৩৬ জনের মৃত্যুর শঙ্কা! জম্মুর ডোডায় গভীর খাদে পড়ল বাস](https://images.tv9bangla.com/wp-content/uploads/2023/11/Several-dead-after-bus-plunges-into-gorge-in-Jammu-and-Kashmirs-Doda.jpg?w=1280)
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের ভয়াবহ দুর্ঘটনা। বুধবার (১৫ নভেম্বর), কিস্তওয়ার থেকে জম্মু যাওয়ার পথে, জাতীয় সড়ক ২৪৪ থেকে গভীর খাদে পড়ে গেল যাত্রী বোঝাই একটি বাস। এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আরও অন্তত জনা কুড়ি লোক গুরুতর আহত হয়েছেন। সূত্রের খবর, দুর্ঘটনার সময় বাসে যাত্রী ও চালক-কর্মী মিলিয়ে ৫০ জনেরও বেশি মানুষ ছিলেন। ডোডা থেকে ১৫ কিলোমিটার দূরে রাগিনালা অসর এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। ডোডার পুলিশ সুপার-সহ স্থানীয় পুলিশ কর্তারা ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। সেনার উদ্ধারকারী দলকেও খবর দেওয়া হয়েছে।
VIDEO | Several people feared dead after a bus, travelling from Kishtwar to Jammu, plunged into a deep gorge in Assar area of the Doda district of Jammu and Kashmir earlier today.
(Source: Third Party) pic.twitter.com/JiYR1kvfoT
— Press Trust of India (@PTI_News) November 15, 2023
Sad news coming from Chenab Valley 😭 Accident at Assar 20-30 people died still counting😭😭 Really a sad news for Kishtwar Doda even for whole Bharat@narendramodi @PMOIndia @AmitShah @DrJitendraSingh
Hey Prabhu Raksha Kr🙏 Black Day for Doda Kishtwar 😭🙏 pic.twitter.com/yhsBGJZtKO
— Thakur_Abhi (@ThakurAbhi3880) November 15, 2023
দুর্টনার বিষয়ে খোঁজ খবর নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং-ও। তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, “অসর অঞ্চলে বাস দুর্ঘটনার খবর পাওয়ার পর, এইমাত্র জম্মু ও কাশ্মীরের ডোডার জেলা কমিশনার, হরবিন্দর সিংয়ের সঙ্গে কথা বললাম। দুর্ভাগ্যবশত ৫ জনের মৃত্যু হয়েছে। আহতদের প্রয়োজন অনুযায়ী কিশতওয়ার জেলা হাসপাতাল এবং জিএমসি ডোডায় নিয়ে যাওয়া হচ্ছে। গুরুতর আহতদের অন্য হাসপতালে নিয়ে যেতে হেলিকপ্টার পরিষেবার ব্যবস্থা করা হবে। প্রয়োজনীয় সব ধরনের সাহায্য দেওয়া হচ্ছে। আমি সর্বক্ষণ যোগাযোগে রাখছি।”
Bus accident at Doda, 5 dead so far number likely to go up search operation underway #doda #chenabvalley pic.twitter.com/JeKZkAkgIH
— 𝚃𝚑𝚎 𝚙𝚛𝚎𝚜𝚜 𝚎𝚢𝚎 𝚔𝚊𝚜𝚑𝚖𝚒𝚛 (@23s7Un4Xdd5QGnP) November 15, 2023
ঘটনাস্থলের বেশ কিছু ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, বাসটি রাস্তা থেকে অন্তত কয়েকশো ফুট নীচে গড়িয়ে পড়ে গিয়েছে। বাসটি একেবারে ভেঙেচুরে গিয়েছে। পুলিশ ও অন্যান্য উদ্ধারকারী দল পৌঁছনোর আগেই স্থানীয় বাসিন্দারা এসেই উদ্ধারকাজে হাত লাগান। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিয়োতে দেখা গিয়েছে, বহু নিথর দেহ ভাঙাচোরা বাসটির কাঠামোর পাশে মাটিতে শুইয়ে রাখা আছে।
জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা জানিয়েছেন, হতাহতদের সমস্ত প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য তিনি জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “ডোডার অসরে মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। শোকাহত পরিবারের আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ক্ষতিগ্রস্থদের সমস্ত প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছি।”
শোক প্রকাশ করে নিহতদের জন্য ২ লক্ষ টাকা করে এক্স-গ্রাশিয়া ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, “জম্মু ও কাশ্মীরের ডোডার থাত্রির কাছে সড়ক দুর্ঘটনায় আমি মর্মাহত। শোকের এই মুহুর্তে, আমি শোকাহত পরিবারগুলির প্রতি আমার সমবেদনা জানাই, প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে প্রত্যেক মৃতের নিকটাত্মীয়দের ২ লক্ষ টাকা করে এক্স-গ্রাশিয়া দেওয়া হবে। আহতদের ৫০,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।”