Bus Accident: উত্তরাখণ্ডে বাস খাদে পড়ে মৃত ২, আহত ২২
Bus Accident: উত্তরাখণ্ডে খাদে পড়ে গেল বাস। মৃত ২ বাসযাত্রী।
দেরাদুন: রবিবার ভয়াবহ পথ দুর্ঘটনা উত্তরাখণ্ডে (Uttarakhand)। মুসৌরি-দেরাদুন রোড দিয়ে যাওয়ার পথে খাদে পড়ে গেল বাস। এই দুর্ঘটনায় ২ বাসযাত্রী মারা গিয়েছেন। আরও ২০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। উদ্ধারকাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্য়েই। পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। তল্লাশি ও উদ্ধার অভিযান জারি রয়েছে।
জানা গিয়েছে, মুসৌরি-দেরাদুন রোড দিয়ে যাওয়ার সময় হঠাৎ পিছলে যায়। তারপর খাদে গিয়ে পড়ে বাসটি। সেই বাসে থাকা ২২ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ, দমকল বাহিনী। তাঁদের সাহায্যে উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু হয়েছে। মুসৌর পুলিশ জানিয়েছে, “ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের সাহায্যে আহতদের উদ্ধার করা হয়েছে। এবং তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
Uttarakhand | Many feared injured after a roadways bus lost control and fell off the gorge on Mussoorie-Dehradun route. Rescue operation underway. Police, fire service team & ambulance on the spot.
More Details awaited. pic.twitter.com/LZWvg3riML
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) April 2, 2023
তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। সংবাদ সংস্থা এএনআই-র ভিডিয়োতে দেখা যাচ্ছে, খাদের মধ্যে পড়ে রয়েছে একটি বাস। সেখান থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে আনা হচ্ছে।