AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Temple wall collapsed: পুণ্যার্থীদের উপর ভেঙে পড়ল মন্দিরের দেওয়াল, মৃত ৭

Temple wall collapsed: গভীর রাত থেকে শ্রী বরাহ লক্ষ্মী নরসিমহা স্বামী মন্দিরের সামনে লাইন দেন পুণ্যার্থীরা। বার্ষিক চন্দোনৎসবম উৎসব উপলক্ষে দেবতার 'নিজরুপা' দর্শনের জন্য অপেক্ষা করছিলেন তাঁরা। আচমকা মন্দিরের একটি দেওয়াল পুণ্যার্থীদের লাইনে ভেঙে পড়ে।

Temple wall collapsed: পুণ্যার্থীদের উপর ভেঙে পড়ল মন্দিরের দেওয়াল, মৃত ৭
মন্দিরের দেওয়াল ভেঙে ৭ জনের মৃত্যু হয়
| Updated on: Apr 30, 2025 | 12:00 PM
Share

বিশাখাপটনম: মন্দিরের বিগ্রহের দর্শনের জন্য লম্বা লাইন। আর পুণ্যার্থীদের সেই লাইনেই ভেঙে পড়ল একটি দেওয়াল। মৃত্যু হল ৭ পুণ্যার্থীর। আহত হয়েছেন আরও ৪ জন। বুধবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে অন্ধ্র প্রদেশের বিশাখাপটনমের সিংহচলমে। ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি।

এদিন গভীর রাত থেকে শ্রী বরাহ লক্ষ্মী নরসিমহা স্বামী মন্দিরের সামনে লাইন দেন পুণ্যার্থীরা। বার্ষিক চন্দোনৎসবম উৎসব উপলক্ষে দেবতার ‘নিজরুপা’ দর্শনের জন্য অপেক্ষা করছিলেন তাঁরা। আচমকা মন্দিরের একটি দেওয়াল পুণ্যার্থীদের লাইনে ভেঙে পড়ে। এনডিআরএফ, এসডিআরএফ এবং স্থানীয় প্রশাসন দ্রুত উদ্ধারকাজে নামে।

খবর পেয়েই ঘটনাস্থলে যান অন্ধ্র প্রদেশের পুলিশমন্ত্রী বঙ্গলাপুদি অনিথা। তিনি বলেন, প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, ওই মন্দিরের দেওয়ালটি সদ্য নির্মাণ করা হয়েছিল। গতকাল রাতে ভারী বৃষ্টির জেরে দেওয়ালটি নড়বড়ে হয়ে গিয়েছিল। তারপর পুণ্যার্থীদের চাপে দেওয়ালটি ভেঙে পড়ে। তিনি আরও জানান, প্রত্যেকে ৩০০ টাকা দিয়ে টিকিট কেটে স্পেশাল দর্শনের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন।

বিশাখাপটনমের জেলাশাসক হরেনধীরা প্রসাদ এবং পুলিশ কমিশনার শঙ্খব্রত বাগচী ঘটনাস্থলে পৌঁছন। জেলাশাসক জানান, মৃতদের মধ্যে তিন জন মহিলা। তবে মৃতদের পরিচয় এখনও জানা যায়নি।

ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। আহতদের ৩ লক্ষ টাকা করে দেওয়া হবে। ঘটনার তদন্তে ৩ সদস্যের কমিটিও গঠন করেছেন তিনি।

শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়ার কথা তিনি ঘোষণা করেন। আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে বলে প্রধানমন্ত্রীর অফিস জানিয়েছে।