Ajit Pawar: ফের অজিত পাওয়ারের দলবদলের জল্পনা তুঙ্গে, মুখ খুললেন সঞ্জয় রাউত
২০১৯-এর মতো ফের অজিত পাওয়ার যে বিজেপির দিকে ঝুঁকবেন না, তা নিয়ে সংশয় রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
মুম্বই: এনসিপি (NCP) নেতা অজিত পাওয়ারের (Ajit Pawar) সঙ্গে পদ্ম-শিবিরের (BJP) যোগ চলছিল বলে কয়েকদিন আগেই জল্পনা শুরু হয়েছিল মারাঠা রাজনীতিতে। অজিত পাওয়ার দল ছাড়লে এনসিপি বিপাকে পড়বে বলেও দলের অন্দরে কানাঘুঁষো শোনা যাচ্ছিল। তবে সমস্ত জল্পনা খারিজ করে দিয়ে অজিত পাওয়ারের দলবদলের সম্ভাবনা নেই বলে দাবি জানালেন শিবসেনা (Shiv sena leader) নেতা সঞ্জয় রাউত। তিনি বলেন, “ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি)-তে অজিত পাওয়ারের ভবিষ্যৎ উজ্জ্বল এবং তিনি সম্ভবত বিজেপিতে যোগ দেবেন না।” যদিও মারাঠা রাজনীতির ইতিহাস ঘাঁটলে দেখা যায়, আগেও বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিলেন অজিত পাওয়ার। তাঁর সমর্থন নিয়েই ২০১৯ সালে বিধানসভা ভোটের পর মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বিজেপির দেবেন্দ্র ফড়নবীশ। অজিত পাওয়ার হন উপ-মুখ্যমন্ত্রী। ফলে সঞ্জয় রাউতের দাবি কতটা ধোপে টিকবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।
তবে অজিত পাওয়ারের সঙ্গে নানা প্যাটোলের বিরোধ মিটতে চলেছে বলেও ইঙ্গিত দিয়েছেন সঞ্জয় রাউত। তিনি বলেন, “১৬ মে নাগপুরে আমাদের একটি ব়্যালি রয়েছে। তার আগেই তাঁর (অজিত পাওয়ার) সঙ্গে আমরা কথা বলব। শীঘ্রই এনসিপি নেতা অজিত পাওয়ার এবং নানা প্যাটোলের মধ্যে আলোচনা হবে।” তিনি আরও বলেন, “এনসিপি-তে অজিত পাওয়ারের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। সুতরাং এটা নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। তিনি বিজেপিতে যোগ দেবেন না এবং বিজেপির দাস হবেন না। এনসিপি নেতা অজিত পাওয়ারের উপর আমাদের সম্পূর্ণ ভরসা রয়েছে।” তবে ২০১৯-এর মতো ফের অজিত পাওয়ার যে বিজেপির দিকে ঝুঁকবেন না, তা নিয়ে সংশয় রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিশেষত, এখনও এবিষয়ে মুখ খোলেননি এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার।
প্রসঙ্গত, গত মঙ্গলবার মহারাষ্ট্র কংগ্রেস প্রেসিডেন্ট নানা প্যাটোলের সঙ্গে অজিত পাওয়ারের বিরোধ প্রকাশ্যে এসেছে। প্রকাশ্যেই নানা প্যাটেলের বিরুদ্ধে তোপ দেগেছেন অজিত পাওয়ার। তারপরই অজিত পাওয়ারের দলবদলের জল্পনা আরও জোরালো হয়।
তবে কেবল অজিত পাওয়ারের সঙ্গে তাঁর দলের নয়, এনসিপি-র সঙ্গে শিবসেনার জোটও অটুট বলে বুধবার সাংবাদিক বৈঠক করে জানান সঞ্জয় রাউত। তাঁর কথায়, “এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার তাঁদের অভিভাবক এবং আমরাও তাঁদের সঙ্গে রয়েছি। গতকাল শরদ পাওয়ারের সঙ্গে আমি এবং উদ্ধব ঠাকরে অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। আমাদের জোট ফেভিকলের মতো। কেউ আলাদা করতে পারবে না। এটায় কোনও বিভ্রান্তি নেই।”
২০২৪ লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে বিরোধী দলগুলি একজোট হয়ে লড়াই করবে বলেও বার্তা দেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কমার এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে ও রাহুল গান্ধীর বৈঠককে স্বাগত জানিয়েছেন শিবসেনা নেতা। সঞ্জয় রাউত বলেন, “আমরা, বিরোধীরা একসঙ্গে রয়েছি। কংগ্রেসের রাহুল গান্ধী এবং খাড়্গের সঙ্গে নীতীশ কুমার ও তেজস্বী যাদবের বৈঠককে আমি স্বাগত জানাচ্ছি। একসঙ্গে জোট হওয়ার ক্ষেত্রে এটা একটা ইতিবাচক পদক্ষেপ। সমস্ত বিরোধীরা জোটবদ্ধ হয়ে লড়াই করবে।”