‘বিজেপির হিটলিস্টের শিকার সচিন’ অম্বানী ভবনকাণ্ডে তোপ শিবসেনার

শিবসেনা(Shiv Sena)-র অভিযোগ, অর্ণব গোস্বামীর গ্রেফতারির বদলা নিতেই সচিনকে গ্রেফতার করা হয়েছে। সামনা (Saamana) পত্রিকায় লেখা হয়েছে, "ভাজ়েকে গ্রেফতার করে এনআইএ(NIA) রাজ্য পুলিশকে ইচ্ছা করেই অপমান করা হয়েছে। আশা করা হচ্ছে শীঘ্রই সত্যি সামনে আসবে।"

'বিজেপির হিটলিস্টের শিকার সচিন' অম্বানী ভবনকাণ্ডে তোপ শিবসেনার
মনসুখ খুনে গ্রেফতার করা হয় পুলিশ অফিসার সচিন ভাজেকে। ছবি:PTI
Follow Us:
| Updated on: Mar 15, 2021 | 1:48 PM

মুম্বই: সচিন ভাজ়ের গ্রেফতারিকে “মহারাষ্ট্র পুলিশের অপমান” বলেই আখ্যা দিল শিবসেনার মুখপুস্তিকা “সামনা” (Saamana)। মুকেশ অম্বানীর বাড়ির সামনে বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধারের ঘটনায় শনিবার রাতেই ১২ ঘণ্টা জেরার পর গ্রেফতার করা হয় মুম্বইয়ের “এনকাউন্টার স্পেশালিস্ট” সচিন ভাজ়েকে। এরপরই সমালোচনায় সরব হয়েছে শিবসেনা (Shiv Sena)। তাঁদের দাবি, বিজেপির হিটলিস্টে ছিলেন গ্রেফতার হওয়া পুলিশ অফিসার।

২৫ ফেব্রুয়ারি শিল্পপতি মুকেশ অম্বানী(Mukesh ambani)-র বাড়ির সামনে থেকে বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধারের ঘটনায় প্রথম থেকেই তদন্তভার সামলাচ্ছিলেন মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চের অফিসার সচিন ভাজ়ে। তদন্তে গাড়ির মালিক মনসুখ হিরানকে জেরার কিছুদিন পরই একটি ডোবা থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশের তরফে আত্মহত্যার মামলা রুজু করা হলেও মৃতের পরিবারের তরফে তদন্তকারী অফিসার সচিন ভাজ়ের দিকেই আঙুল তোলা হয়।

মনসুখের স্ত্রী অভিযোগ করেছিলেন, সচিন নভেম্বর মাস থেকে ৫ ফেব্রুয়ারি অবধি ওই গাড়িটি ব্যবহার করছিলেন। এরপরই মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চ থেকে তাঁকে স্পেশাল ব্রাঞ্চে বদলি করে দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের হওয়ার পরই থানে সেশন আদালত থেকে আগাম জামিনের (Anticipatory Bail) আর্জি জানান সচিন। যদিও আদালতের তরফে এই আর্জি খারিজ করে দেওয়া হয়। আগামী ১৯ মার্চ মামলার পরবর্তী শুনানি হবে।

আরও পড়ুন: আজ ও কাল ব্যাঙ্ক ধর্মঘট, সাধারণ মানুষকে ভুগতে হবে পরবর্তী দু’দিনও

এদিকে, শনিবার এনআইএ(NIA) ১২ঘণ্টার জেরার পর সচিনকে গ্রেফতার করতেই ক্ষুব্ধ হয়েছে শিবসেনা। দলের মুখপুস্তিকা সামনায় বলা হযেছে, “যেখানে গোটা বিশ্ব মহারাষ্ট্র পুলিশের সাহসিকতা ও দক্ষতা নিয়ে আত্মবিশ্বাসী, সেখানে আচমকাই এনআইএ-র হাতে তদন্তভার তুলে দেওয়ার ঘটনা যথেষ্টই সন্দেহজনক। যদি সচিন ভাজ়ে অপরাধীই হত, তবে মুম্বই পুলিশ ও মহারাষ্ট্রের অপরাধ দমন শাখা তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নিত। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেটা হতে দেয়নি।”

শিবসেনার অভিযোগ, অন্ভয় নাইক আত্মহত্যা মামলায় সাংবাদিক অর্ণব গোস্বামীকে গ্রেফতার করার পরই সচিন বিজেপি ও কেন্দ্রের হিটলিস্টে চলে এসেছিলেন। উল্লেখ্য, ২০১৮ সালে ইন্টিরিয়র ডিজাইনার অন্ভয় নাইক আত্মহত্যা করেছিলেন। সুইসাইড লেটারে তিনি অর্ণব গোস্বামী সহ তিনজনের নাম উল্লেখ ছিল। প্রাথমিক তদন্তের পর মামলা বন্ধ হয়ে গেলেও অন্ভয়ের মেয়ের আবেদনে ফের তদন্ত শুরু করা হয় এবং গত বছরের ৪ নভেম্বর মুম্বই থেকে অর্ণব গোস্বামীকে গ্রেফতার করা হয়।

অর্ণব গোস্বামীর গ্রেফতারি ঘিরে সেই সময়ই কেন্দ্র বনাম রাজ্যের বিরোধ সামনে এসেছিল। শিবসেনার অভিযোগ, অর্ণব গোস্বামীর গ্রেফতারির বদলা নিতেই সচিনকে গ্রেফতার করা হয়েছে। সামনায় লেখা হয়েছে, “ভাজ়েকে গ্রেফতার করে এনআইএ রাজ্য পুলিশকে ইচ্ছা করেই অপমান করা হয়েছে। যাঁরা গ্রেফতারি নিয়ে খুশি প্রকাশ করেছেন, তাঁরা আসলে রাজ্যের স্বতন্ত্রতাকেই আঘাত করছেন। আশা করা হচ্ছে শীঘ্রই সত্যি সামনে আসবে।”

আরও পড়ুন: ভিড়ের মধ্যে কমল হাসানের গাড়িতে ‘হামলা’ মত্ত যুবকের