Uttar Pradesh: ভেঙে পড়ল একের পর এক বাড়ি! মৃত ৩, এখনও চাপা পড়ে ১০-১২ জন
Uttar Pradesh House Collapsed: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে দুপুর ১২টার সময়। যার জেরে প্রাণ গিয়েছে ৩ জনের। উদ্ধার করা গিয়েছে মোট চার জন। যারা প্রত্যেকেই স্থানীয় হাসপাতালে ভর্তি।

লখনউ: প্রায় রোজকারের মতোই চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। দেখতে ভিড় জমিয়েছিল ছুটির দিনে উদ্বিগ্ন থাকা কিছু জনতা। আর তখনই বিকট শব্দ। চোখের সামনে ভেঙে পড়ল আস্ত বাড়ি। একটা নয়। ছয়টা।
ঘটনা উত্তরপ্রদেশের মথুরার গোবিন্দপুর এলাকার। সেখানেই চলছিল কয়েকটি খোঁড়াখুঁড়ির কাজ। আর তখনই ধস নেমে ভেঙে পড়ে একটার পর একটা বাড়ি। অনেকের চাপা পড়ার আশঙ্কা রয়েছে বলে জানা গিয়েছে। বিপর্যয়ের কয়েক মিনিটের মধ্যেই শুরু হয়ে যায় উদ্ধারকাজ। এলাকায় পৌঁছে গিয়েছে দমকল বাহিনী ও পুলিশও।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে দুপুর ১২টার সময়। যার জেরে প্রাণ গিয়েছে ৩ জনের। উদ্ধার করা গিয়েছে মোট চার জন। যারা প্রত্যেকেই স্থানীয় হাসপাতালে ভর্তি। এছাড়াও, ধ্বংসস্তূপের মধ্যে এখনও আটকা পড়ে রয়েছে ১২ জন। কিন্তু খোঁড়াখুঁড়িকে কেন্দ্র করে কীভাবে ধসে পড়ল একের পর এক বাড়ি, সেই নিয়ে সরকারি তরফে কোনও তথ্য পাওয়া যায়নি।
#WATCH | Mathura, Uttar Pradesh | A building collapsed under the Masani Police Station area. Relief and rescue work is underway. More details awaited. pic.twitter.com/8RENJZ9MNA
— ANI (@ANI) June 15, 2025
সংবাদসংস্থা ANI-কে সার্কুলার অফিসার ভূষণ বর্মা জানিয়েছেন, ‘উদ্ধারকাজ চলছে। ইতিমধ্যে পুরসভার তরফে বেশ কয়েকটি JCB পাঠানো হয়েছে। কত জন এখনও ধ্বংসের নীচে আটকা পড়ে রয়েছে, সেই নিয়ে শীঘ্রই তথ্য প্রকাশ করা হবে।’

